2025-01-01
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

আজ মানুষের স্বার্থে এগিয়ে এলো ডেপুটি এসপি হিমাংশু চক্রবর্তী

রাজ্যের এই কারুনা সময়ে মানুষের জন্যেই মানুষ তা প্রমানিত হলো। জানা যায় বুধবার ডেপুটি এসপি হিমাংশু চক্রবর্তী নিজ উদ্যোগে রাজধানীর ভবঘুরেদের জন্য খাবারের বেবস্থা করে তাদের হাতে খাবার তুলে দেন। রাজ্যের এক প্রশাসনিক আধিকারিকের এই উদ্যোগ প্রমান করলো যে তারা সত্যি জনতার রক্ষায় এবং ডেপুটি এসপি এই উদ্যোগে রাজ্যের মানুষের প্রশাসনের উপর আস্থা আরো বাড়বে বলে মনে করছেন শুভবুদ্ধিসম্পন্ন মানুষরা ।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service