2025-05-11
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

দেশের প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনায় গোটা দেশসহ ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটি মন্ডলের দু-একটি মন্দিরে মৃত্যুঞ্জয় যজ্ঞ করা হয়

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- পাঞ্জাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কনভয় আটকানো ঘিরে রীতিমত শোরগোল পড়ে গিয়েছে। বৃহস্পতিবার পাঞ্জাবে বিক্ষোভের মুখে আটকাল প্রধানমন্ত্রীর কনভয়। বাধ্য হয়েই সভা বাতিল করে দিল্লি ফিরল মোদির কনভয়। এদিন ফিরোজপুরে যাওয়ার পথে ২০ মিনিট আটকে যায় মোদির কনভয়। ভাতিন্দা থেকে ফিরোজপুর যাওয়ার পথে আটকায় প্রধানমন্ত্রীর কনভয়। পাঞ্জাবের কংগ্রেস সরকারের এ ধরনের ঘটনার পরিপ্রেক্ষিতে দেশব্যাপী ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে নরেন্দ্র দামোদর দাস মোদির দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনায় শুক্রবার সারা ভারতবর্ষ সহ ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটি মন্ডলের দু-একটি মন্দিরে মৃত্যুঞ্জয় যজ্ঞ করা হয়। শুক্রবার আগরতলা বটতলা মহাদেব মন্দিরে যজ্ঞ করা হয়, এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরনিগমের মেয়র দীপক মজুমদার, বিজেপির মুখ্য প্রবক্তা সুব্রত চক্রবর্তী সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর। এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সুব্রত চক্রবর্তী ও পৌর নিগমের মেয়র সংবাদমাধ্যমকে জানান দেশের প্রধানমন্ত্রী একটি রাষ্ট্রের প্রধানমন্ত্রী উনার সাথে পাঞ্জাবের কংগ্রেস সরকার যে ধরনের কাজ করেছে তা খুবই নিন্দনীয় এবং দেশের প্রধানমন্ত্রীর মঙ্গলকামনায় দেশ ও রাজ্যব্যাপী পাঁচ দিন ধরে আরো বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে বলে জানান।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service