জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- আগরতলা আরবান ডেভেলপমেন্ট দপ্তরে এক মহিলা কর্মরত ছিলেন নাম অর্পিতা পালিত, বাড়ি বড়দোয়ালী এলাকায়। কাজ করার সময় অজ্ঞান হয়ে অফিসে পড়ে যায়। পরে অফিসের কর্মীরা পরিবারের লোকজনদের খবর দেয়। পরিবারের লোকজনরা মহিলাকে ডাক্তারের কাছে নিয়ে গেলে তার কিডনিতে সমস্যা আছে বলে জানায় চিকিৎসক। তৎক্ষণাৎ ঐ মহিলাকে বহি রাজ্যের বেসরকারি হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে ওই মহিলা চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। কিন্তু আগরতলা আরবান ডেভেলপমেন্ট অফিস থেকে ওই মহিলাকে টার্মিনেট করে দেওয়া হয়। কি কারনে টার্মিনেট করে দেওয়া হয় তার পরিবারের লোকজনরা জানেন না। তাই বৃহস্পতিবার এলাকাবাসী অফিসে এসে অফিসের উচ্চপদস্থ আধিকারিক কে ঘেরাও করে জানতে চাই কি কারনে অর্পিতাকে টার্মিনেট করা হয়। যদিও উচ্চপদস্থ অফিসার কোন ধরনের সঠিক তথ্য দিতে পারেনি।এই দিন ঘটনা সম্পর্কে বলতে গিয়ে জানান অফিস কর্তৃপক্ষরা কোনভাবেই অর্পিতাকে সাহায্য করেননি, এমনকি চিকিৎসাক্ষেত্রে অফিস ইন্সুরেন্স এর থেকেও সাহায্য করা হয়নি, অফিস কর্তৃপক্ষের এই ধরনের অমানবিক দৃষ্টিভঙ্গি আর কখনো নজরে আসেনি বলে জানান। এলাকাবাসীরা চাইছেন অতি দ্রুত যাতে অর্পিতা পালিত টার্মিনেশন চিঠি অফিস কর্তৃপক্ষ বহাল রাখেন।
রাজ্য
অফিস কর্তৃপক্ষের অমানবিক দৃষ্টিভঙ্গি ধরা পড়ল আগরতলার আরবান ডেভেলপমেন্ট অফিসে।
- by janatar kalam
- 2022-01-06
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this