মার্চ মাসের শুরু থেকে দ্বিতীয় সপ্তাহ অব্দি নিজামুদ্দিন আলেমে মার্কেজ বাঙালেওয়ালী মসজিদে ধর্মীয় জমায়েতের ডাক দিয়েছিলো তাবলিকি জামাত। এই জমায়েতে দেশ বিদেশ থেকে কয়েক হাজার মুসলিম ধর্মের লোকের পাশাপাশি ত্রিপুরা থেকেও বেশ কিছু সংখক মুসলিম ধর্মের অংশগ্রহণ করেছিল। দিল্লী পুলিশ সূত্রে খবর অনুযায়ী যেহেতু করুন সংক্রমণের আবহেই ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সৌদি আরব , ও কিজিকিস্থান থেকে মুসলিম ধর্মের প্রচারকরা এসেছিলেন তাই রাজ্য থেকে যাওয়া রামনগর গাঙ্গাইল রোড এলাকার ৪জনকে স্বাস্থ দপ্তরের এক মেডিকেল টীম এসে আজ তাদেরকে উদ্ধার করে কোয়রান্টিনে পাঠানো হয়।জানা যায় নিজামুদ্দিনের জামায়াতে অনেকেই করোনা সংক্রমণে শিকার হয়েছেন তাই রাজ্য সরকার যারা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে নিজামউদ্দিনের জমায়েতে গিয়েছিলেন তাদের কাছে আবেদন করেন যেন তারা তারার পার্শবর্তী চিকিৎসালয়ে যোগাযোগ করেন।
janatar kalam Blog রাজ্য নিজামুদ্দিনের জমায়েতের রাজ্যের ৪জনকে কোয়রান্টিনে নেওয়া হলো স্বাস্থ দপ্তরের উদ্যোগে
Leave feedback about this