2024-12-18
agartala,tripura
রাজ্য

বন্য হাতির পদ পিষ্টে মৃত্যু ৫০ উর্দ্ধ এক ব্যাক্তি

জনতার কলম ত্রিপুরা তেলিয়ামুড়া প্রতিনিধি :- বন্য দাঁতাল হাতি’র উন্মত্ত তাণ্ডব রুখতে পুরোপুরি ভাবেই মূলতঃ ব্যর্থ তেলিয়ামুড়া বন-দপ্তর । প্রায় প্রত্যেকদিনই গ্রামীণ এলাকাগুলোতে বন্য দাঁতাল হাতি’র উন্মত্ত তান্ডব চলে আসছেই । বন্য দাঁতালের আক্রমণে ধ্বংসস্তূপ হচ্ছে বসত ঘর থেকে শুরু করে অনেক নিরীহ তরতাজা প্রাণ ও কৃষিজমি’র ফসল । উল্লেখ্য, গত মাত্র ৮ মাসের মধ্যেই এই এলাকায় এই নিয়ে মোট ২ জনের হাতি’র পদ পিষ্টে মৃত্যু হয়েছে — এমনটাই রয়েছে স্থানীয় এলাকাবাসী সূত্রে অভিযোগ । ফের একবার বন্য দাঁতাল হাতির উন্মত্ত তান্ডবের মুখে পড়ে বন্য দাঁতাল হাতির আক্রমণের জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় পথ চলতি পঞ্চাশোর্ধ এক ব্যক্তির । জানা গেছে পঞ্চাশোর্ধ মৃত ব্যক্তির নাম সুকুমার দেবনাথ । তিনি পেশায় একজন ক্ষুদ্র কাঁচামাল ব্যবসায়িক । বাড়ি তেলিয়ামুড়া মহকুমা বন-দপ্তরের অধীন ঘিলাতলী এলাকার স্থানীয় বাগবের । ঘটনা গতকাল মঙ্গলবার গভীর রাত আনুমানিক ১১ টা নাগাদ ঘিলাতলী এলাকায় । ঘটনার বিবরণে জানা যায়, অভিযোগমূলে হাতির পদ-পিষ্টে মৃত্যু পঞ্চাশোর্ধ ব্যক্তি সুকুমার দেবনাথ প্রত্যেক দিনের মতোই গতকাল মঙ্গলবার গভীর রাতেও তেলিয়ামুড়া বন-দপ্তরের অধীন উত্তর মহারানী এলাকার স্থানীয় বাজার থেকে কাঁচামালের ব্যবসা সেরে নিজ সাইকেলে চেপে ঘিলাতলী’র বাগবের-স্থিত নিজ বাড়ি ফেরার পথে কালিঞ্জয় সীপাই পাড়ার নির্জন গভীর জঙ্গলাকীর্ণ এলাকায় আসতেই আচমকা একদল বন্য দাঁতাল হাতি রাস্তার উপরেই পঞ্চাশোর্ধ ব্যক্তি কাঁচামাল ব্যবসায়ী’ক সুকুমার দেবনাথের উপর আক্রমণ শুরু করে । বলা চলে, মুহূর্তের মধ্যেই সব কিছু শেষ হয়ে যায় । তৎসঙ্গে গোটা এলাকায় ৬ থেকে ৭ টি বন্য দাঁতাল হাতির এলোপাথাড়ি’র আক্রমণে ঘটনাস্থলেই মৃত্যু হয় পঞ্চাশোর্ধ ব্যক্তি তথা কাঁচামাল ব্যবসায়ী’ক সুকুমার দেবনাথের । নিমেষের মধ্যেই সুকুমার দেবনাথের পরিবারের উপর যেন নেমে আসে একটি ঘন কালো মেঘ । সেই সময়েই স্থানীয় এলাকার হঠাৎ এক পথ চলতি সাধারণ যুবক রাস্তা দিয়ে যাতায়াত করার সময় আচমকা লক্ষ্য করে রাস্তার উপর এক ব্যক্তি সাইকেল নিয়ে পড়ে আছে, পার্শ্ববর্তী স্থান জঙ্গলে রয়েছে একটি বণ্য দাঁতাল হাতি । সঙ্গে সঙ্গেই শুরু হয় চিৎকার-চেঁচামেচি ও দৌড়ঝাঁপ । খবর পেয়ে ঘটনাস্থলেই তড়িঘড়ি করে ছুটে আসেন পুলিশ ও তেলিয়ামুড়া মহকুমার বন-দপ্তরের আধিকারিক সহ “ADS” টিম বাহিনীরা । পরবর্তীতে গভীর রাতেই তেলিয়ামুড়া মহকুমা বন-দপ্তরের “ADS” টিম বাহিনীর কর্মীরা এই মৃতদেহটিকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালের মর্গে নিয়ে আসে । বর্তমানে মৃতদেহটি রয়েছে হাসপাতালের মর্গে । তবে হাসপাতাল সূত্রে জানা গেছে, আজ বুধবার ময়না তদন্তের পরেই এই মৃতদেহটি তাঁর পরিবার পরিজনদের হাতে তুলে দেওয়া হবে । তবে এইদিকে আশ্চর্যের বিষয় হলো এই যে, হাতির পদ-পিষ্ঠে এক ব্যক্তি’র তরতাজা প্রাণ চলে গেলেও এখনো পর্যন্ত সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ খুলতে নারাজ তেলিয়ামুড়া মহকুমা বন-দপ্তরের আধিকারিকগণ । যা নিয়ে রীতিমতো ক্ষোভ সৃষ্টি হয়েছে শুভবুদ্ধি সম্পন্ন সচেতন মহল জুড়ে । হাতির পদ-পিষ্টে পঞ্চাশোর্ধ ব্যক্তি কাঁচামাল ব্যবসায়ী’ক সুকুমার দেবনাথের মৃত্যুর ঘটনায় গোটা পরিবারে কান্নার রোল ভেঙে পড়ে ও গোটা এলাকার মধ্যেই চাঞ্চল্যকর পরিস্থিতি বিরাজ করছে ।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service