আজ মা বাসন্তীর অষ্টমী পুজা, বিগত বছরের তুলনায় এবছরের চিত্র বেতিক্রম। সপ্তমী পূজার মতো অষ্টমী পুজাতেও মন্দির ছিল দর্শনার্থীহীন, প্রাঙ্গন ছিল জনশূন্য। তবু ও পুরোহিতরা নিয়ম রক্ষাত্রে সেরে নিচ্ছেন অষ্টমী পূজা। রাজ্যে লক ডাউন এবং সামাজিক দূরত্ত্বতা সামলাতে তার জন্যে মানুষ আজ গৃহবন্ধী নাহলে হয়ত বা মন্দিরের চিত্রটা হতো অন্যরকম। লক ডাউন চললেও মানুষের ভক্তি ও শ্রদ্ধা যে হারিয়ে যায়নি তা রাজধানীর দুর্গাবাড়ির গেইটের বাহিরভাগ থেকে মার উদ্যেশে প্রণাম নিবেদন করা থেকে প্রমাণিত হয় ।
  janatar kalam  Blog  রাজ্য  আজ অষ্টমী পূজা আর এই করোনার করুন অবস্থা থেকে মানুষকে মা ই রক্ষা করবে : পুরোহিত

 
	 
	 
	 
	 
	 
	 
	 
	 
	
Leave feedback about this