2024-12-18
agartala,tripura
রাজ্য

প্রিপেইড এবং মোবাইল ডাটা ২০ থেকে ২৫ শতাংশ মূল্যবৃদ্ধির ফলে সপ্তাহব্যাপী প্রতিবাদ সপ্তাহ পালন AIDYO

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- বিগত কিছুদিন আগে দেশের বেসরকারি টেলিকম সংস্থার গুলো প্রিপেইড এবং মোবাইল ডাটা ২০ থেকে ২৫ শতাংশ মূল্যবৃদ্ধি ঘটিয়েছে। তারই প্রতিবাদে অল ইন্ডিয়া ডেমোক্রেটিক অরগানাইজেশন, সারাদেশব্যাপী ৩০ ডিসেম্বর থেকে ৩রা জানুয়ারী পর্যন্ত প্রতিবাদ সপ্তাহ পালন করছেন এবং সোমবার রাজধানী আগরতলা বটতলা এলাকায় বিক্ষোভ প্রদর্শন করে সরকারের কাছে দাবি রাখেন বিএসএনএল কে পুনর্জীবিত করতে হবে, ডাটা প্যাক সহ মোবাইল রিচার্জ এর দাম কমাতে হবে, অবিলম্বে বর্ধিত প্রিপেইড চার্জ প্রত্যাহার করতে হবে অত্যাবশ্যকীয় পরিষেবা টেলিকম এর ক্ষেত্রে বেসরকারিকরণ করা চলবে না, বলে জানান রাজ্য সভাপতি ভবতোষ দে।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service