2024-12-20
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

প্রধানমন্ত্রীর এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরার ডাককে সফল করার উদ্দেশ্যে আগামীকালের জনসমাবেশ : সুশান্ত

প্রধানমন্ত্রীর রাজ্য সফর নিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরীর সাংবাদিক বৈঠক

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- আাগামীকাল দেশের প্রধানমন্ত্রীর রাজ্য সফর এবং ৩টি প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা নিয়ে রাজ্যবাসীকে অবগত করার উদ্দেশ্যে রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী রাজ্য মহাকরনে এক সাংবাদিক বৈঠকের ডাক দেন। এদিন মন্ত্রী জানান দেশের প্রধানমন্ত্রী আগামীকাল মোট ৪৫০ কোটি টাকা ব্যায়ে নির্মিত মহারাজা বীর বিক্রম আন্তর্জাতিক বিমান বন্দর উদ্বোধন করবেন এবং মিশন ১০০ বিদ্যাজ্যোতি প্রকল্প যেটাকে নিয়ে বিরোধীরা অপপ্রচার চালিয়েছে যেটা হল মূলত রাজ্য সরকার ৫০০ কোটি টাকা ব্যায় করে এই ১০০ টি স্কুলের ছেলেমেয়েদের মোরালী, সাইকোলজিক্যালী, শিক্ষার যা যা ব্যবস্থা দরকার তা করার পরিকল্পনা করেছে সুতরাং এই প্রকল্পের ঘোষণাও আগামীকাল দেশের প্রধানমন্ত্রী করবেন এবং তাছারা রাজ্য সরকারের অন্যতম একটি প্রকল্প মুখ্যমন্ত্রী গ্রামীণ অর্থনৈতিক সমৃদ্ধি যোজনা যেটা রাজ্যের প্রত্যেকটি গ্রামকে বিকাশের লক্ষে প্রত্যকটি পঞ্চায়েতে ৬ লক্ষ টাকা করে এককালীন প্রদান করা হবে যার মাধ্যমে রাস্তাঘাট, বিদ্যুৎ, পানীয় জল সবধরনের সুযোগ সুবিধা পায় সেদিকে লক্ষ রেখে রাজ্যের মুখ্যমন্ত্রীর এই উদ্যোগের ঘোষনাও হবে মাননীয় প্রধানমন্ত্রীর দ্বারা বলে জানান। তাছাড়া এদিন তিনি রাজ্যের সকল স্তরের জনগনকে দেশের প্রধানমন্ত্রীর এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরার ডাককে সফল করার উদ্দেশ্যে আগামীকালের জনসমাবেশে উপস্থিত থাকার জন্য আহ্বান জানান। দেশের প্রধানমন্ত্রীর ঐতিহাসিক জনসমাবেশে আগামীকাল যারা উত্তর জেলা এবং দক্ষিন জেলা থেকে আসবে তাদের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে দুটি ট্রেনের বন্দোবস্ত করা হয়েছে জানান, যেটা সকাল সাড়ে ৭টায় ধর্মনগর থেকে আগরতলার উদ্দেশ্যে একটি ট্রেন এবং সাড়ে ৮ টায় সাব্রুম থেকে একটি ট্রেন ছাড়া হবে বলে জানান তিনি।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service