সারা দেশের সাথে রাজ্যের এই করুন পরিস্থিতির মোকাবেলার ক্ষেত্রে রাজ্য সরকারের সাথে এবার এগিয়ে এলো ত্রিপুরার জনজাতি অংশের মানুষরাও। উল্লেক্ষ মঙ্গলবার ৭রামনগর এলাকার বিধায়ক সুরজিৎ দত্তের উদ্যোগে এলাকার গরিব অংশের মানুষের মধ্যে খাবার ও জানাজাতীদের হাতের তৈরী মাস্ক ও বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রীর জায়া শ্রীমতি নীতি দেব সহ এলাকার অন্যান্য নেতৃত্বরা। পাশাপাশি মুখ্যমন্ত্রীর জায়া শ্রীমতি নীতি দেব সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান এলাকার বিধায়ক সুরজিৎ দত্তের এই রকম কাজের উদ্যোগের প্রশংসা করে সাধারণ মানুষকে এই ধরণের কর্মসূচিতে এগিয়ে আসার আহব্বান রাখেন তিনি
রাজ্য
যতদিন লক ডাউন চলবে ততদিন চলবে আমাদের কর্মসূচি বার্তা জননেতা সুরজিৎ দত্তের
- by janatar kalam
- 2020-03-31
- 0 Comments
- Less than a minute
- 5 years ago

Leave feedback about this