জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- রবিবার আগরতলার অভয়নগর ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের উদ্যোগে এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান মহেন্দ্র মোহন গোস্বামী সহ অন্যান্যরা। এদিন রক্তদান শিবিরে 60 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্ত দিয়েছেন। এদিন মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন 1976 সাল থেকে ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্ক তাদের সামাজিক কারণের অংশ হিসাবে তারা প্রতিশ্রুতিবদ্ধ কারণ এটি স্ব-ক্রিয়াকলাপের স্ব-অভিমান। তারা আজ রক্তদান শিবিরের আয়োজন করে। আজাদি কা অমৃত মহোৎসবের একটি অংশ আমরা 21শে জানুয়ারী থেকে রাষ্ট্রীয়তা দিবস উদযাপন করছি, এছাড়াও 50 বছর পূর্তি উদযাপন করে এই কর্মসূচি শুরু করি। প্রধানমন্ত্রী আগামীকাল নবনির্মিত আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করতে আসবেন। এই সব আজাদি কা অমৃত মহোৎসবের অংশ। গ্রামীণ ব্যাঙ্কও একই কাজ করেছে এবং রক্তদান শিবির একটি নোবেল কারণ। রক্তের বিকল্প নেই, বিজ্ঞানীরা রক্তের বিকল্প তৈরির চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। এদিনের অনুষ্ঠানকে কেন্দ্র করে রক্তদাতাদের মধ্যে উৎসাহ ছিল লক্ষনীয়।
রাজ্য
রক্তদান শিবির একটি নোবেল কারণ, রক্তের বিকল্প নেই – সুশান্ত চৌধুরী
- by janatar kalam
- 2022-01-02
- 0 Comments
- Less than a minute
- 3 years ago

Leave feedback about this