জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- পূর্বদোয়া সামাজিক সংস্থা শুধু মহামারীর সময় ছাড়াও রাজ্যের গরিব মানুষের স্বার্থে সবসময়ই সামাজিক কর্মসূচি হাতে নিয়ে থাকেন, তাছাড়া বিভিন্ন উৎসবের মরসুমেও পাশে থেকেছেন গরীবদের। তাই আজ ইংরেজী নতুন বছরেও নিজেদের সামাজিক কর্মসূচি থেকে পিছিয়ে রইলেন না পূর্বদোয়া সামাজিক সংস্থা, নতুন বছর উপলক্ষ্যে পূর্বোদয়া সামাজিক সংস্থার সম্পাদিকা নীতি দেব চতুর্দশ দেবতা মন্দিরে গিয়ে আশীর্বাদ গ্রহণ করেন এবং পূর্বোদয় সামাজিক সংস্থার পক্ষ থেকে চতুর্দশ দেবতা মন্দির প্রাঙ্গনে খয়েরপুর এলাকা বাসীদের মধ্যে শীতবস্ত্র কম্বল, স্কুল ব্যাগ, কেলেন্ডার, আমতলী স্থিত রামকৃষ্ণ মিশন দ্বারা নির্মিত LED Blub এবং অন্যান্য সামগ্রীও বিতরণ করেন। এই বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্বোদয় সামাজিক সংস্থার সম্পাদিকা নীতি দেব মহোদয়া,ত্রিপুরা বিধানসভার মাননীয় অধ্যক্ষ শ্রী রতন চক্রবর্তী এবং অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।
রাজ্য
চতুর্দশ দেবতা মন্দির প্রাঙ্গনে এলাকাবাসীদের মধ্যে শীতবস্ত্র, স্কুল ব্যাগ, ও আমতলীস্থিত রামকৃষ্ণ মিশন দ্বারা নির্মিত LED Blub বিতরণ পূর্বদোয়া সামাজিক সংস্থার
- by janatar kalam
- 2022-01-01
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this