2024-12-21
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

করোনার আতঙ্কে দর্শনার্থীহীন পূজিত হল মা বাসন্তী

আগরতলা দুর্গাবাড়িতে প্রতিবছরের মত এবছরও পূজিতা হচ্ছেন দেবী বাসন্তী। পুরোহিতের মন্ত্র উচ্চারন আর দর্শনার্থীদের ভিড়ে দুর্গাবাড়ি প্রাঙ্গন এক অন্য মাত্রা পেত। কিন্তু এই বছরের চিত্র একটু অন্য রকম। নেই কোন দর্শনার্থী ফাঁকা দুর্গাবাড়ির প্রাঙ্গন, আজ মা বাসন্তীর সপ্তমীপূজা ,তা সর্তেও রাজধানীর দর্শনার্থীদের ভক্তি যেন হার মানলো এই লক ডাউনের কাছে। কেননা সারা দেশে করোনা ভাইরাস রোধে চলছে লক ডাউন। এই পরিস্থিতিতেও দুর্গাবাড়ির পুরোহিতরা নিয়ম ও বিধি মেনে নিয়ম রক্ষার্থে সেরে নিচ্ছেন মা বাসন্তীর পূজা। মন্দিরে চলছে বাসন্তী মার পূজা কিন্তু নেই কোন দর্শনাথীর ভিড়।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service