2024-12-19
agartala,tripura
রাজ্য

ওমিক্রন নিয়ে ঘাবরানোর কিছু নেই- ডঃ সিদ্ধার্থ শিব জৈশওয়াল

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- সম্প্রতিকালে দেশে কোভিড১৯ এর নতুন ওমিক্রণ ভেরিয়েন্ট সনাক্তকরণ হওয়ার পর বিভিন্ন বৈজ্ঞানিক প্রমাণঃ বিশ্বব্যাপী অনুশীলন এবং জাতীয় প্রযুক্তিগত কোভিড এর পরামর্শ এবং টিকাদান সংক্রান্ত উপদেষ্টা সংগঠনের পাশাপাশি এর স্থায়ী কারিগরি বৈজ্ঞানিক কমিটি কিছু সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। ৩রা জানুয়ারী ২০২২, ১৫ থেকে ১৮ বছর বয়সী ছেলে মেয়েদের টিকাকরন শুরু হবে এবং পয়লা জানুয়ারী ২০২২ থেকে বিভিন্ন জেলাতে রেজিস্ট্রেশন শুরু হয়ে গিয়েছে। প্রথম পর্যায়ে কোভ্যস্কিন টিকা দেওয়া হবে।শনিবার আগরতলার প্যালেস কমপাউন্ড স্থিত জাতীয় স্বাস্থ্য মিশন এর অফিসে এক সংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় স্বাস্থ্য মিশন এর অধিকর্তা ডক্টর সিদ্ধার্থ শিব জৈশওয়াল তাছাড়া উপস্তিত ছিলেন দপ্তরের আধিকারিকরা। এই দিন সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে জাতীয় স্বাস্থ্য মিশনের অধিকর্তা বলেন কোভিড -১৯ টিকাকরণের সময় ১৫ থেকে ১৮ বছর বয়সের ছেলেমেয়েদের টিকাকরণ ক্ষেত্রে পরিচয় পত্র হিসেবে আধার কার্ড বা স্কুল আইডি কার্ড নিয়ে যেতে হবে সুবিধাভোগীরা অনলাইনে নিজেই রেজিস্ট্রেশন করতে পারেন বা টিকাকরণ কেন্দ্রে সরজমিনে গিয়ে রেজিস্ট্রেশন করতে পারেন বলে জানান তিনি। তার পাশাপাশি তিনি আরো বলেন আগের মতো সবসময় মাস্ক এর অভিযান থাকবে মাস্ক না থাকলে ২০০ টাকা জরিমানা করা হবে এবং সামাজিক দূরত্ব বজায় রাখা। আমাদের রাজ্যে প্রথম ডোজ নিয়ে ২য় ডোজ নেয়নি প্রায় ৪ লাখ লোকের কাছাকাছি তাই দপ্তর তাদেরকে ২য় ডোজ নেওয়ার জন্য যোগাযোগ করছেন বলে জানান তিনি আরো বলেন রাজ্যে ওমিক্রন এর সংখ্যা এখনো পাওয়া যায়নি কিছু সংখ্যক পরীক্ষার জন্য বহিরাজ্যে পাঠানো হয়েছে। এই দিন সংবাদমাধ্যম এর প্রশ্নের উত্তরে তিনি বলেন স্কুল, কলেজবন্ধ করার সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি এবং ওমিক্রন নিয়ে ঘাবরানোর কোন চিন্তার বিষয় নয় সবাই কে সচেতন থাকতে বলেন তিনি।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service