2024-12-19
agartala,tripura
রাজ্য

মায়েরা আমাদের মার্গ দর্শক- মুখ্যমন্ত্রী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- নতুন বছরের শুরুটা বৃদ্ধাশ্রমের মায়েদের সাথে উদযাপন করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব । স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এবং পূর্বদয়া সামাজিক সংস্থা আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি । সাথে উনার সহধর্মিণী তথা পুর্বদয়া সামাজিক সংস্থার সম্পাদিকা নীতি দেব । ছিলেন মেয়র দীপক মজুমদার , বিধায়ক ডক্টর দিলীপ দাস সহ এস বি আই এর অধিকর্তা ।এই বৃদ্ধাশ্রমের বৃদ্ধা মায়েরা মুখ্যমন্ত্রী জায়া নীতি দেবকে অনুরোধ করেছিলেন মুখ্যমন্ত্রীকে একবার কাছ থেকে দেখার জন্যে । বিপ্লব কুমার দেব সেক্ষেত্রে বরাবরই দুর্বল । মায়েদের ডাক ফেলতে পারেন না কখনোই । নতুন বছরের একেবারে প্রথম দিনে নিজের কর্মময় ব্যস্ত সিডিউলের মধ্যেও শুরুটা করলেন বড়জলা স্থিত “আপনা ঘর” বৃদ্ধাশ্রমের ৫০ জন মায়ের স্বপ্ন পূরণের মধ্য দিয়ে । মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন মায়েরা আমাদের মার্গ দর্শক । তারা নিজেদের সমস্ত জীবনের অধ্যায় লিখে এখানে এসেছেন । মাঝে মাঝে তাদের কাছে এসে জীবন শৈলীকে জানতে হবে এদিন তিনি আরও বলেন আগামী কিছুদিনের মধ্যে রাজ্য সরকার ২৫বছরের ওপর মহিলাদের জন্য রোজগারের ব্যবস্থা করতে চলছেন মহিলাদেরকে সশক্তিকরণ না করলে পরে ত্রিপুরা রাজ্যের উন্নয়ন কখনো সম্ভব নয় বলে উনার বক্তব্য তুলে ধরেন

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service