2024-12-19
agartala,tripura
রাজ্য

যথাযথ মর্যাদায় পালিত হল অদ্বৈত মল্লবর্মনের ১০৮তম জন্মবার্ষিকী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- অদ্বৈত মল্লবর্মণ ১জানুয়ারি, ১৯১৪- ১৬ এপ্রিল, ১৯৫১ বাঙালি ঔপন্যাসিক ও সাংবাদিক। তৎকালীন কুমিল্লা জেলার অধীনে ব্রাহ্মণবাড়ীয়া মহকুমার গোকর্ণঘাট গ্রামে জন্মগ্রহণ করেন। তিতাস একটি নদীর নাম শিরোনামের একটিমাত্র উপন্যাস লিখে তিনি বাংলা সাহিত্যের চিরস্মরণীয় ও অমর প্রতিভা হিসেবে সবিশেষ স্বীকৃতি লাভ করেন। শনিবার ত্রিপুরার তপশিলি জাতি সমন্বয় সমিতি পক্ষ থেকে সারা রাজ্যে অদ্বৈত মল্লবর্মণের ১০৮তম জন্মদিন পালন করা হয়। আগরতলায় মূল অনুষ্ঠানটি করা হয় মেলারমাঠের আম্বেদকর ভবনে। এদিন তফসিলি জাতি সমন্বয় সমিতির রাজ্য কমিটির সাধারণ সম্পাদক তথা বিধায়ক রতন ভৌমিক,রাজ্য কমিটির সভাপতি শ্যামল দাস সহ অন্যান নেতৃত্বেরা। প্রথমে অদ্বৈত মল্লবর্মণের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান এই দিন সংবাদমাধ্যম এর মুখোমুখি হয়ে অদ্বৈত মল্লবর্মণের জীবনী প্রসঙ্গ তুলে ধরেন তপশিলি জাতি সমন্বয় সমিতির সাধারণ সম্পাদক বিধানসভার বিধায়ক রতন ভৌমিক বলেন রাজ্যে একটা কলেজ অদ্বৈতমল্ল বর্মনের নামে করা হয় রাজ্য কেন্দ্রে একটা তফসিলি অংশের মানুষের যারা থাকার জায়গা নেই তাদের নামে অদিত্য মল্লবর্মণ যাত্রীনিবাস সংগঠিত করা হয় তাছাড়া ওনার জীবনের বিভিন্ন দিক উৎসর্গ করে বিভিন্ন অনুষ্ঠান করা হয় অদ্বৈত মল্লবর্মণ এমন একটা ব্যক্তি যিনি অবিভক্ত ভারতবর্ষে জন্মগ্রহণ করেছেন বলে উনার বক্তব্যে তোলে ধরেন।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service