জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- বিগত বাম সরকারের আমলে টিএসআর এ নিয়োগের জন্য পরীক্ষা নেওয়র পরে ও তাদের চাকুরী হয়নি রাজ্যে 2018 সালে বিজেপি আইপিএফটি সরকার আসার পর ঐ সমস্ত নিয়োগ প্রক্রিয়া বন্ধ করে দেন তাতে করে অনেক বেকার এর বয়সসীমা পেরিয়ে গিয়েছে বর্তমানে তারা বিভিন্ন পেশায় কাজ করছেন। রাজ্যে নতুন সরকার আসার পর টিএসআর এ নিয়োগের জন্য সব ধরনের পরীক্ষা নেওয়ার পর ও অনেক বেকার এর নাম বিজ্ঞপ্তিতে নেই যার কারণে বুধবার আগরতলার উচ্চ আদালতের দ্বারস্থ হন বেকার যুবকরা। রাজ্যে নতুন সরকার সব নতুন পদ্ধতিতে কাজ করলেও অনেক জায়গায় রেখে যাচ্ছেন তার চলমান দৃশ্য ধরা পড়ল টিএসআর নিয়োগ এর ক্ষেত্রে বিগত কয়েক মাস আগে টিএসআর শারীরিক পরীক্ষা থেকে শুরু করে সব ধরনের পরীক্ষায় যোগ্যতা অর্জন করেছেন তাদের লিস্টে কোন নাম নেই যার কারণে তারা বর্তমান সরকারের ওপর অধৈর্য হয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হতে চলেছেন। যে সমস্ত বেকার যুবকরা ভর্তির জন্য সব ধরনের পরীক্ষায় যোগ্যতা অর্জন করেছেন তাদেরকে সঠিক মত নম্বর দেওয়া হয়নি বলে অভিযোগ তোলেন এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তারা জানান যারা টিএস আর নিয়োগের জন্য সবকিছুতেই ভালোভাবে পরীক্ষা দিয়েছেন কিন্তু তারপরও তাদের নাম নেই কিন্তু যারা ভালোভাবে পরীক্ষা দেয়নি তাদের নাম লিস্টে এসে গিয়েছে কিভাবে তার জবাব চাইছেন, রাজ্য সরকার যতই নতুন পরিকল্পনায় রাজ্যকে চালানোর দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করলেও টিএসআর বেকাররা সঠিকভাবে পরীক্ষা দিয়ে তাদের নাম লিস্ট না আসায় তারা আদালতে মামলা করতে চলেছেন এবার দেখার বিষয় এই মামলা যদি করা হয় তাহলে অন্যান্য বেকার যুবকরা যাদের নাম এসেছেন তারাও চাকরি থেকে বঞ্চিত হতে পারেন।
রাজ্য
টিএসআরের চাকরির লিস্টে নাম না থাকায় ক্ষুব্ধ বেকাররা উচ্চ আদালতের দ্বারস্থ
- by janatar kalam
- 2021-12-29
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this