2024-12-20
agartala,tripura
রাজ্য

গরিবের পেটের জ্বালা মেটাতে অন্নদাতার রূপ নিয়ে খাবার হাতে তুলে দিচ্ছেন সাংসদ প্রতিমা ভৌমিক

সারাদেশের সাথে রাজ্যেও চলছে লক ডাউন , এই পরিস্থিতিতে রাজ্যের এমপি থেকে শুরু করে বিধায়করা জন সাধারণের ত্রাতার ভূমিকা পালন করছেন , ঠিক এই সময় রাজ্যের পশ্চিম জেলার সাংসদ শ্রীমতি প্রতিমা ভৌমিককে সোমবার নবরূপে তথা অন্নদাতার ভূমিকায় দেখা গেলো. এদিন নর্থ ইস্ট ফাউন্ডেশন সংস্থার উদ্যোগে রাজধানীর চন্দ্রপুর এলাকার গরিব শ্রমজীবী মানুষ ও শিশুদের জন্য খাবারের আয়োজন করা হয়. এবং এই কর্মসূচিতে সাংসদ প্রতিমা ভৌমিক এর উপস্থিতিতে চন্দ্রপুর আই এস বি টি এলাকার মানুষদের হাতে খাবার তুলে দেওয়া হয়.

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service