সারাদেশের সাথে রাজ্যেও চলছে লক ডাউন , এই পরিস্থিতিতে রাজ্যের এমপি থেকে শুরু করে বিধায়করা জন সাধারণের ত্রাতার ভূমিকা পালন করছেন , ঠিক এই সময় রাজ্যের পশ্চিম জেলার সাংসদ শ্রীমতি প্রতিমা ভৌমিককে সোমবার নবরূপে তথা অন্নদাতার ভূমিকায় দেখা গেলো. এদিন নর্থ ইস্ট ফাউন্ডেশন সংস্থার উদ্যোগে রাজধানীর চন্দ্রপুর এলাকার গরিব শ্রমজীবী মানুষ ও শিশুদের জন্য খাবারের আয়োজন করা হয়. এবং এই কর্মসূচিতে সাংসদ প্রতিমা ভৌমিক এর উপস্থিতিতে চন্দ্রপুর আই এস বি টি এলাকার মানুষদের হাতে খাবার তুলে দেওয়া হয়.
janatar kalam Blog রাজ্য গরিবের পেটের জ্বালা মেটাতে অন্নদাতার রূপ নিয়ে খাবার হাতে তুলে দিচ্ছেন সাংসদ প্রতিমা ভৌমিক
Leave feedback about this