2024-12-19
agartala,tripura
রাজ্য

রাজধানীতে আয়োজিত হল বিপর্যয় মোকাবেলায় মহড়া

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- আচমকা কোন প্রাকৃতিক বিপর্যয় হলে কিভাবে দ্রুত কাজ করবে ডিজাস্টার মেনেজম্যান্ট তা নিয়ে মহড়া হল মঙ্গলবার । রাজধানীর উজ্জ্যয়ন্ত প্রাসাদের সামনে আয়োজিত হল বিপর্যয় মোকাবেলা মহড়া । পশ্চিম ত্রিপুরা জেলা শাসক রাজস্ব দপ্তর এর যৌথ উদ্যোগে আয়োজিত এই মগড্রিলের থিম ছিল ভূমিকম্প। ভূমিকম্প হলে মানুষকে কিভাবে বাঁচাতে হবে তাই দেখানো হয়েছে আজকের এই মগডিলে । এ বিষয়ে পশ্চিম ত্রিপুরা জেলা শাসক দেবপ্রিয় বর্ধন জানান ধারাবাহিক ভাবেই এই ধরনের প্রশিক্ষন ও মহড়ার আয়োজন করে সংশ্লিষ্ট দপ্তর এবং মানুষের সুরক্ষার্থে আগামীদিনেও এধরনের মহড়া করা হবে বলে জানান তিনি।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service