2024-12-19
agartala,tripura
রাজ্য

অনুষ্ঠিত হল পশ্চিম জেলার জিলা পরিষদের সাধারণ সভা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- আজ পশ্চিম জেলার জেলা শাসকের কনফারেন্স হলঘরে পশ্চিম ত্রিপুরা জেলার জিলা পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এদিনের সভায় উপস্থিত ছিলেন রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। এদিনের সভায় পশ্চিম জেলার অন্তর্গত বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের আধিকারিকদের উপস্থিতিতে এক উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠক হয়। বৈঠকে পশ্চিম জেলার বিভিন্ন দপ্তরের ক‍াজের অগ্রগতি ও সমস্যা সম্পর্কে অবগত হয়ে সেগুলো অতিদ্রুত সমাধানের জন্য উপস্থিত আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশ প্রদান করেন মন্ত্রী। এদিন সভা শেষে মন্ত্রী সুশান্ত চৌধুরী সংবাদমাধ্যমকে জানান রাজ্যের পশ্চিম জেলা হল একটি গুরুত্বপূর্ণ জেলা এবং রাজ্যের উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকে এই জেলা , তাছাড়া আগামীদিনে সকলের সম্মিলিত প্রয়াসে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গোড়ার জে স্বপ্ন তা পূরণ হবে বলে আশা ব্যাক্ত করেন। পাশাপাশি তিনি এদিন মানুশের অসুবিধা না করে পশ্চিম জেলার বিভিন্ন দপ্তরের আধিকারিকদের মানুষকে সঙ্গে নিয়ে নগরের উন্নয়নে কাজ করার জন্য নির্দেশ দিয়েছেন বলে জানালেন তিনি। এদিনের সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পশ্চিম জেলা পরিষদের সম্মানীয়া সভাধিপতি শ্রীমতি অন্তরা দেব (সরকার), সহ-সভাধিপতি হরিদুলাল আচার্য্য,পশ্চিম জেলার জেলা শাসক দেবপ্রিয় বর্ধন,পশ্চিম জেলা জেলা পরিষদের অন্যান্য সম্মানিত সদস্য/ সদস্যরা, বিভিন্ন পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানেরা, বিভিন্ন ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিকেরা, পূর্ত দপ্তর/পানীয় জল ও স্বাস্থ্য বিধান, ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড, স্বাস্থ্য দপ্তর, গ্রামোন্নয়ন দপ্তর, পঞ্চায়েত দপ্তর সহ বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের উচ্চপদস্থ আধিকারিকেরা।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service