জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- রবিবার এগিয়ে চল সংঘ ক্লাব প্রাঙ্গনে শিশু উৎসবের আয়োজন করা হয়। এই উৎসবে শিশুরা নাচ, গান, আবৃত্তির মধ্য দিয়ে নিজেদের প্রতিভা প্রকাশ করেন।এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিন মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন এগিয়ে চল সংঘ আয়োজিত শিশু উৎসবে, নানান সাজে সজ্জিত পরম বন্ধু শিশুদের সঙ্গে সাক্ষাতে মুগ্ধ মুখ্যমন্ত্রী। সংস্কার ও পরম্পরাগত সংস্কৃতিক চর্চার পাশাপাশি, শিশুদের আধুনিক ব্যবস্থাপনার উপযোগী করে তোলা অবশ্যক। শিশুদের সুঅভ্যাস, আদর্শ জীবনমান ও ইতিবাচক চারিত্রিক গঠনে মায়ের ভূমিকা গুরুত্বপূর্ণ। রাজ্যের ঐতিহ্যমন্ডিত নানান পরম্পরাগত ছবি স্থাপনের মাধ্যমে শিশুদের মনে কৌতূহলী ভাবনার জাগ্রতকরণ সম্ভব বলে মত প্রকাশ করেন তিনি। এদিনের অনুষ্ঠানে কচিকাচাদের উপস্থিতি ছিল লক্ষনীয়।
রাজ্য
শিশুদের সুঅভ্যাস, আদর্শ জীবনমান ও ইতিবাচক চারিত্রিক গঠনে মায়ের ভূমিকা গুরুত্বপূর্ণ- মুখ্যমন্ত্রী
- by janatar kalam
- 2021-12-26
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this