2024-12-18
agartala,tripura
রাজ্য

করোনা নিবারনে সাহায্যের হাত বাড়িয়েদিলো রাজধানীর স্কাই লার্ক ক্লাব

গোটা বিশ্ব যখন করোনা আতঙ্কে ভোগছে ঠিক তখনি সারা দেশ ব্যাপী চলছে চিকিৎসক ও চিকিৎসাশাস্ত্রে প্রয়োজনীয় সরঞ্জামের জন্য সাহায্যের অনুদান প্রদান। সেই সময় পিছিয়ে নেই আমাদের ছোট্ট রাজ্য ত্রিপুরাও। উল্লেক্ষ রাজ্যে বিভিন্ন সংস্থা ও সংঘটনের পাশাপাশি রাজধানীর কৃষ্ণনগরস্থিথ স্কাই লার্ক ক্লাব করোনা নিবারনে সাহায্যের হাত বাড়িয়ে দিলো। সেই দিন ক্লাবের উদ্যোগে শিক্ষামন্ত্রীর মাধ্যমে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে করোনা নিবারনে কর্মরত চিকিৎসক ও চিকিৎসাশাস্ত্রে ব্যবরিত সরঞ্জামের জন্য ২৫হাজার টাকার চেক তুলে দেয়। তাছাড়া রাজ্যের সাংসদ থেকে শুরু করে বিধায়করা করোনা নিবারনে নিজেদের যতটা সমর্থ ততটুকু অনুদান দিয়েছেন।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service