জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- রাজ্যে অনেক প্রতিভাবান চিত্রশিল্পী রয়েছে যেটা অনেকেই অবগত নন, এমন কি আমি নিজেও নয়, অল্প কিছুদিনের কর্মশালায় রাজ্যের শিল্পীরা সারা ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাসকে তুলে ধরেছে এটা অত্যন্ত প্রশংসনীয় কাজ, মঙ্গলবার ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীন পূর্বাঞ্চল সংস্কৃতি সংস্থার পরিচালনায় ও রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় সপ্তাহব্যাপী আয়োজিত পেইন্টিং কর্মশালার সমাপ্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই মন্তব্য করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। এদিন শ্রী মজুমদার আরও বলেন, দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অনুপ্রেরণায় আজাদী কা অমৃত মহোৎসবের অঙ্গ হিসেবে আয়োজিত এ ধরনের অনুষ্ঠান অনেক অজানা স্বাধীনতা সংগ্রামীদের নাম উঠে আসবে দেশবাসীর সামনে, এ দিনের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী সুব্রত চক্রবর্তী, কর্মশালার সমাপনী দিনে উপস্থিত অতিথিবৃন্দ চিত্রশিল্পীদের অঙ্কিত সবকয়টি ছবি ঘুরে দেখেন। উল্লেখ্য রাজ্যের 35 জন শিল্পী এই কর্মশালায় অংশগ্রহণ করেছেন বলে জানা যায়।
রাজ্য
সপ্তাহব্যাপী পেইন্টিং কর্মশালার সমাপনী অনুষ্ঠানে আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার
- by janatar kalam
- 2021-12-21
- 0 Comments
- Less than a minute
- 3 years ago

Leave feedback about this