2024-12-21
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

এসডিমের অভিযানে নেশা কাটলো নেশা কারবারিদের

রাজ্যে লক ডাউন চলাকালীন পরিস্থিতিতেও নেশা বিরোধী অভিযানে বোরো সাফল্য পেলো রাজ্য প্রশাসন। ঘটনা সূত্রে খবর রাজ্যে লক ডাউন চললেও রাজধানীর মাহারাজগঞ্জ বাজারের বেশ কিছু অসাধু ব্যবসায়ী সামনে থেকে দোকানে তালা লাগিয়ে ভেতর দিকে দেশি ও বিদেশি মদের রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছিলো। কিন্তু ব্যবসায়ীদের কপাল যে চুরের ১০দিন গৃহস্তের ১দিন প্রবাদের মত সেটা কে জানতো। উল্লেক্ষ সদর মহকুমা শাসকের উদ্যোগে একটি দল মহারাজগঞ্জ বাজারে অভিযান চালায় এবং সেখান থেকে প্রচুর পরিমানে দেশি ও বিদেশি মদ উদ্ধার করে দোকানের মালিক ও মদ পানকারী বেক্তিদের আটক করে পুলিশ।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service