2025-05-24
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

দিব্যাঙ্গজন সমাজের বোঝা নয়, তাদের সাহায্য করা আমাদের নৈতিক কর্তব্য- প্রতিমা ভৌমিক

জনতার কলম ত্রিপুরা উদয়পুর প্রতিনিধিঃ- আজ উদয়পুরে সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন দপ্তরের পক্ষ থেকে সামগ্রী প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে আজ সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন দপ্তরের প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিকের হাত ধরে ১৫৩৮ জন দিব্যাঙ্গ ও বয়স্ক নাগরিককে ১.২৯ কোটি টাকা ব্যয় করে ৫৭৬৭ টি সামগ্রী প্রদান করা হয়। এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী প্রতিমা ভৌমিক বলেন দিব্যাঙ্গজন সমাজের বোঝা নয়। একজন সুনাগরিকের কর্তব্য দিব্যাঙ্গ এবং বয়স্ক নাগরিকদের পাশে থাকা, তাদেরকে সাহায্য করা এটা আমাদের নৈতিক কর্তব্য। একটু সুযোগ ও সহযোগিতা পেলে দিব্যাঙ্গজনেরাও অনেক কিছু করতে পারে। তাছাড়া দেশের সার্বিক উন্নয়নে পাশাপাশি দিব্যাঙ্গজনদের সার্বিক উন্নয়নের জন্যেও সরকার কাজ করে চলেছে। দিব্যাঙ্গ জনদের মধ্যেও প্রতিভা রয়েছে । তাদের সুযোগ করে দিলে আরো নিজেদেরকে সমাজে প্রতিষ্ঠিত করতে পারে। প্রতিটি দিব্যাঙ্গ জন যাতে কোনোভাবেই সরকারি সুযোগ থেকে বঞ্চিত না হয় সে দিকে লক্ষ্য রেখে কজ করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জী দিব্যাঙ্গজনদের কাছে সরকারি সুবিধা পৌঁছে দেওয়ার জন্য বিশেষ উদ্যোগ নিয়েছেন। কোভিড চলাকালীন সময়েও দিব্যাঙ্গ জনদেরও সরকারের পক্ষ থেকে বিভিন্ন ভাবে সাহায্য করা হয়েছে বলে জানান তিনি। এদিন পাশাপাশি তিনি আরও বলেন বয়স্ক নাগরিকদের কাছে রোজগার পৌঁছে দেওয়ার জন্য ১০ লক্ষ বয়স্ক নাগরিককে নিয়ে স্ব-সহায়ক দল গঠন করার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service