2024-12-15
agartala,tripura
রাজ্য

প্রতিশ্রুতি অনুযায়ী গৃহহীন মানুষদের মুখে অন্ন তুলে দিলো রাজ্য সরকার

রাজ্য সরকার গৃহহীন রিকশাও শ্রমিক ও ভবঘুরুদের জন্য দিনে দুবার খাবারের বেবস্থা করবে বলে প্রতিশ্রুতি দিয়েছিলো। আজ সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন হলো। বৃহস্পতিবার আগরতলা পুরো নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদবের তত্ত্বাবধানে একটি দল গৃহহীন মানুষদের মাঝে রাতের খাবার তুলে দিলো।পাশাপাশি প্রতিবেশী রাজ্যের পশ্চিম বাংলা সরকার জনগণের স্বার্থে যে যে পদক্ষেপ নিচ্ছেন তদ্রুপ আমাদের ছুট্ট রাজ্য ত্রিপুরার সরকার ওহ জনগণের স্বার্থে এবং গরিব মানুষদের পাশে থাকার ক্ষেত্রে যে পদক্ষেপ নিয়েছেন তা দেখে যেমন খুশি গৃহহীনরা তেমনই খুশি রাজ্যের শুভবুদ্ধিসম্পন্ন মানুষরা ।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service