জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- শনিবার রাজ্যের কুমারঘাটে ৪০ মেট্রিক টন আনারস জার্মানীতে রপ্তানী করা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিন মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন গতানুগতিক ফলনের পাশাপাশি ভ্যালু এডেড অর্থকরি ও অন্যান্য ফল বা ফসল উৎপাদন, কৃষকদের উপার্জন বৃদ্ধির সহায়ক l আজ কুমারঘাট থেকে ৪০ মেট্রিকটন (প্রক্রিয়াজাত) টিনের ক্যান ভর্তি আনারস জার্মানির উদ্দেশ্যে যাত্রা করে l জলপথকে কাজে লাগিয়ে আন্তর্জাতিক বাজার পর্যন্ত বাণিজ্যক পরিবহনের ব্যায় সংঙ্কোচনের পথে আমরা অগ্রসর হচ্ছি l স্বনির্ভর মানসিকতা, স্বনির্ভর রাজ্য নির্মাণের পথকে মসৃন করে l আত্মনির্ভরতার লক্ষ্যে উদ্ভাবনী ভাবনায় উন্মোচিত হচ্ছে রোজগারের নয়া দিগন্ত l প্রত্যেক মহিলার আর্থ সামাজিক মানোন্নয়নে আমরা অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করছি l এই লক্ষ্যে স্বসহায়ক দল গঠন, স্বনির্ভর ক্যাম্প, ঋণের ক্ষেত্রে সুদের হার হ্রাস, বেশ কিছু শিথিল ও সরলীকরণ সহ গুচ্ছ পরিকল্পনা রূপায়িত হচ্ছে রাজ্যে l কেন্দ্র-রাজ্য যৌথ ভাবে বহুবিধ সহায়তায়, রোজগার বৃদ্ধির পাশাপাশি এক সমৃদ্ধশালী ভবিষ্যতের দিশা খুঁজে পেয়েছেন রাজ্যের কৃষকরা l
রাজ্য
আত্মনির্ভরতার লক্ষ্যে উদ্ভাবনী ভাবনায় উন্মোচিত হচ্ছে রোজগারের নয়া দিগন্ত- বিপ্লব কুমার দেব
- by janatar kalam
- 2021-12-18
- 0 Comments
- Less than a minute
- 3 years ago

Leave feedback about this