2024-12-14
agartala,tripura
রাজ্য

শুভ্রাংশু দে স্মৃতি শববাহী গাড়ি প্রদান লাল বাহাদুর ব্যায়ামাগারে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- আপনাদের ছেলের স্মৃতি আমরা রক্ষা করবোই, এবং এই গাড়ি রাজ্যের হতদরিদ্র পরিবারদের পরিষেবা প্রদানে ব্যবহৃত হবে তাও নুনতম মূল্যে শুক্রবার স্বর্গীয় শুভ্রাংশু দের স্মৃতির উদ্দেশ্যে শুভ্রাংশু দে পরিবারের পক্ষ থেকে একটি শববাহী গাড়ি প্রদান অনুষ্ঠানে একথা বলেন আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক প্রনব সরকার। এদিনের অনুষ্ঠানে আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক প্রনব সরকার ছাড়াও উপস্থিত ছিলেম শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের কর্নধার রূপক সরকার। এদিন আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক প্রনব সরকার বক্তব্য রাখতে গিয়ে আরও বলেন আগামী কিছুদিনের মধ্যে ভেন্টিলেশন অক্সিজেন পরিষেবা প্রদানে সক্ষমযুক্ত একটি অ্যাম্বুলেন্স চালু করারও পরিকল্পনা রয়েছে বলে জানান যা ন্যূনতম মূল্যে পরিষেবা দেবেন বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি লাল বাহাদূর ক্লাব বর্তমান সময়ের মতই আগামীদিনেও গরীব মানুষের পাশে থেকে তাদের অসুবিধার সময় সহযোগীতা করে যাবেন বলে ও অভিমত ব্যক্ত করেন।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service