জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- গতকাল খুমলুংয়ে তিপ্রামথার চেয়ারম্যান মহারাজা প্রদ্যোত কিশোর দেব্বর্মার উপর টি পি এফ এর কর্মীসমর্থকরা অভাব্য আচরণ করেন। এক সময় মহারাজার উপর আক্রমন পযন্ত করতে চেয়েছিলো পাতাল কন্যার টি পি এফ এর কর্মী-সমর্থকরা। তারই প্রতিবাদে শুক্রবার আগরতলার প্রেসক্লাবে টি এস এফ এর পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলনে টি এস এফ এর সাধারন সম্পাদক সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন গতকাল মহারাজা প্রদ্যোত কিশোর দেববমার উপর কতিপয় টি পি এফ কর্মকর্তারা যে ব্যবহার করেছে এবং যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে ১০ বছরের জন্য সমাজ থেকে বহিষ্কার করা হবে তার পাশাপাশি পাতাল কন্যার টি পি এফ আঞ্চলিক দল গ্রামাঞ্চলে রাজনিতি করতে পারবেন না বলে জানান। তাছাড়া মহারাজা প্রদ্যোত কিশোর দেব্বর্মা উপর এই ধরনের ঘটনার সাথে টি পি এফ এর নেত্রী পাতাল কন্যা সরাসরি ভাবে জড়িত। তাই টি পি এফ গ্রামাঞ্চলে রাজনৈতিক শক্তি আর বাড়াতে পারবেন না বলে হুমকি দিলেন টি এস এফ।
রাজ্য
TPF কর্মী সমর্থকদের ১০ বছরের জন্য সমাজ থেকে বহিষ্কার করা হোক- TSF
- by janatar kalam
- 2021-12-17
- 0 Comments
- Less than a minute
- 3 years ago

Leave feedback about this