2024-12-20
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

নতুন প্রজন্মের সুনিশ্চিত ও সমৃদ্ধশালী ভবিষ্যত নির্মাণের লক্ষ্যে ২৫ বছরের রূপরেখা কর্মপরিকল্পনা রূপায়নের পথে সরকার- বিপ্লব কুমার দেব

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- আজাদীকা আমৃত মহোৎসব কে সামনে রেখে শুক্রবার রাজধানী আগরতলা প্রজ্ঞা ভবনে অনুষ্ঠিত হলো দুই দিনের আলোচনা সভা ভিশন 2047 ত্রিপুরা। মূলত রাজ্য সরকার আগামী 25 বছর কিভাবে কাজ করবে সেই দিশা সামনে রেখে দুদিনের এই আলোচনা সভা করা হয়।এদিনের সভায় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব তথ্য সংস্কৃতি দপ্তর এর মন্ত্রী সুশান্ত চৌধুরী মুখ্য সচিব কুমার অলক সহ বিভিন্ন দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি সহ অন্যান্যরা। এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন নতুন প্রজন্মের সামনে এক সুনিশ্চিত ও সমৃদ্ধশালী ভবিষ্যত নির্মাণের লক্ষ্যে আগামী ২৫ বছরের রূপরেখা স্থির করে কর্মপরিকল্পনা রূপায়নের পথে সরকার অগ্রসর হচ্ছে l বাস্তবিক দৃশ্যকল্পে, সমস্ত আধিকারিক ও পরিকল্পনা রূপায়নে নিযুক্ত ব্যক্তিগনের অভিজ্ঞতামূলক ভাগিদারিত্ব ও কাঙ্খিত লক্ষ্য অর্জনে আন্তরিক প্রচেষ্টা আবশ্যক l গতানুগতিকতার উর্দ্ধে উঠে, আধুনিকতার সাথে সাযুজ্য রেখে, সঠিক ব্যবস্থাপনা দ্বারা, নতুন ভাবে স্থলাভিসিক্ত আধিকারিকদের হাত ধরে বিনা প্রতিবন্ধকতায় এই ধারাকে অব্যাহত রাখা সম্ভব l লক্ষ্য অর্জনে অবিচলতা, সাফল্যের পথকে মসৃন করে l কর্মপরিকল্পনা বাস্তবানের মাধ্যমেই সমস্ত অংশের মানুষের সাথে আরও নিবিড় যোগ স্থাপন, গুচ্ছ সুযোগ সম্পর্কে অবহিতকরণ ও উচ্চ শিক্ষা ক্ষেত্রে গবেষণামূলক চৰ্চা প্রসার অবশ্যক l স্বচ্ছতার সাথে অন্তিম ব্যক্তি পর্যন্ত সমস্ত সুযোগ সুনিশ্চিতিকরনে আমরা অঙ্গীকারবদ্ধ l

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service