জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- দেশব্যাপী ব্যাঙ্ক ধর্মঘটের কারণে গতকাল থেকে শুরু হওয়া দেশজুড়ে বেশ কয়েকটি বড় ব্যাঙ্ক তাদের ব্যাঙ্কিং এবং এটিএম পরিষেবা দু’দিনের জন্য ব্যাহত হচ্ছে । 16 এবং 17 ডিসেম্বর দুই দিনের ব্যাঙ্ক ধর্মঘট পালিত হচ্ছে বলে ব্যাঙ্ক ইউনিয়নগুলি জানিয়েছে। পাশাপাশি আমাদের রাজ্যেও, ধর্মঘটটি পুরো উত্সাহের সাথে পালিত হচ্ছে কারণ ইউনিয়ন ফোরাম অফ ব্যাঙ্কস (ইউএফবিইউ), যা সারা দেশে নয়টি ব্যাঙ্ক ইউনিয়নের একটি ছাতা সংস্থা, কেন্দ্রীয় সরকারের সরকারী ব্যাঙ্কগুলিকে বেসরকারীকরণের সিদ্ধান্তের প্রতিবাদ করছে এবং এইভাবে ,16 ডিসেম্বর থেকে দুই দিনের ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছে৷ ধর্মঘটের দ্বীতিয় দিনে কর্মচারীরা জানান তাদের দাবি, দাওয়া না মানা হলে আগামীতে আরো বড় ধরনের আন্দোলনের কর্মসূচি হবে বলে। ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নের সাধারন সম্পাদক গতকাল সারা ভারতবর্ষে এ ধর্মঘট সফল হয়েছে এবং তার পাশাপাশি ভাতৃপ্রতিম যেসব সংগঠনগুলো ধর্মঘটে সামিল হয়েছেন তাদেরকে সেলুট জানান তার পাশাপাশি ১৮ টি সংগঠন এই ধর্মঘটে সামিল হয়েছেন এবং এটা শুধু ১০ লক্ষ স্বার্থে নয় সারা ভারতবর্ষের ১৩০ কোটি জনগনের জন্য তাই কেন্দ্রিয় সরকার যদি তাদের দাবি গুলো পূরন না করলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনে নামবেন বলে জানান।
রাজ্য
দ্বিতীয় দিনেও জারী রয়েছে ব্যাঙ্ক ধর্মঘট
- by janatar kalam
- 2021-12-17
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this