জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কৃষকদের কথা চিন্তা করে দেশের কৃষকদের স্বার্থে বৃহস্পতিবার এক ভিডিও কনফারেন্স করেন গুজরাটের আনন্দ জেলায়। এই দিন সারাদেশের বিভিন্ন রাজ্যে কার্যত প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদি বক্তব্য শোনেন। বৃহস্পতিবার তারই অঙ্গ হিসাবে আগরতলার রেডক্রস সোসাইটি তে কার্যত প্রধানমন্ত্রী বক্তব্য শোনেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের কৃষকদের উদ্দেশ্যে বার্তা দেন প্রাচীন পদ্ধতিতে চাষাবাদ করার জন্য এর ফলে উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে,কৃষক দের অর্থ সাশ্রয় হবে। প্রাচীন পদ্ধতিতে জলসেচ যত করা যাবে ততই ভালো, খরচ কম হবে উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে। তার পাশাপাশি জৈব ষার ব্যবহার করলে পরে কৃষকরা অনেক বেশি লাভবান হবেন। এই দিনে আগরতলার রেডক্রস সোসাইটিতে বিজেপি রাজ্য সভাপতি ডক্টর মানিক সাহা উপস্থিত থেকে এই কনফারেন্স সম্পর্কে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই বলেন। দেশের কৃষকরা প্রাচীন পদ্ধতিতে আরো বেশি করে কৃষি কাজ করলে লাভবান হবেন এবং খাদ্যশস্য আরো বেশি ঘরে তুলতে পারবেন।
রাজ্য
প্রাচীন পদ্ধতিতে চাষাবাদ করার আহ্বান প্রধানমন্ত্রীর
- by janatar kalam
- 2021-12-16
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this