2024-12-19
agartala,tripura
রাজ্য

সংস্কৃতি ছাড়া দেশ বা সমাজের বিকাশ সম্ভব নয়- সুশান্ত চৌধুরী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- আজ রাজধানী আগরতলার নজরুল কলাক্ষেত্রে ন্যাশনাল স্কুল অব ড্রামা ত্রিপুরা সেন্টারের দীক্ষারম্ভ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। এদিন মন্ত্রী প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে
জাতীয় নাট্য বিদ্যালয় আয়োজিত এক বছরের থিয়েটার ইন এডুকেশন কোর্সের দীক্ষারম্ভ
অনুষ্ঠানের শুভ সূচনা করেন। এদিন মন্ত্রী সুশান্ত চৌধুরী বক্তব্য রাখতে গিয়ে বলেন সংস্কৃতি ছাড়া দেশ বা সমাজের বিকাশ সম্ভব নয়। আর সংস্কৃতিকে শক্তিশালী করতে জাতীয় নাট্য বিদ্যালয়ের ভূমিকা রয়েছে। জাতীয় নাট্যশাল বিদ্যালয় আয়োজিত এই এক বছরের থিয়েটার ইন এডুকেশন কোর্সে সারাদেশ থেকে কুড়িজন প্রশিক্ষণার্থী অংশ নিয়েছেন। এর মধ্যে আমাদের ত্রিপুরার রয়েছেন চারজন। আসাম, কর্ণাটক, দিল্লি, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ এবং পশ্চিমবঙ্গ থেকেও নাট্য প্রশিক্ষণার্থীরা এই প্রশিক্ষণ কর্মশালায় অংশ নিয়েছে বলে জানান। তাছাড়া কোভিড পরিস্থিতির কারণে গত বছর এই ধরনের কোর্স শুরু হতে পারিনি। এখন পরিস্থিতির উন্নতি হওয়ায় বুধবার থেকে এক বছরের এই থিয়েটার ইন এডুকেশন কোর্স শুরু হয়েছে জাতীয় নাট্য বিদ্যালয় এর ত্রিপুরা শাখায়। আমাদের ছোট রাজ্য ত্রিপুরায় এতদিন পরিকাঠামো ব্যবস্থা এতটা শক্তিশালী ছিল না। এখন ধীরে ধীরে রাজ্যের পরিকাঠামো উন্নত হচ্ছে। সংস্কৃতির আরো প্রসার ও উন্নয়ন নিয়ে ভাবনাচিন্তা শুরু করেছে রাজ্য সরকার। আগামী দু-তিন মাসের মধ্যেই রাজ্যের ফিল্ম ইনস্টিটিউট গড়ে তোলার কাজ শুরু হবে। একসাথে অভিনেতা-অভিনেত্রীরা যেমন ফিল্ম ইন্সটিটিউটের নিজেদের পারদর্শিতার বিকাশ ঘটাতে পারবেন। তেমনি ফিল্মের অন্যান্য আনুষঙ্গিক কাজ যেমন আলো, শব্দ সহ অন্যান্য কাজে যারা যুক্ত তারাও তাদের মেধার বিকাশ ঘটাতে পারবেন। হোটেলের ব্যবসা বাড়বে। প্রশিক্ষণার্থীদের দক্ষতার বিকাশে এক পরিবারের সদস্য হিসেবে কাজ করতে হবে। রাষ্ট্রীয় নাট্য বিদ্যালয় বা ন্যাশনাল স্কুল অব ড্রামা (এনএসডি) একটি নাট্যতত্ত্ব প্রশিক্ষণের প্রতিষ্ঠান যা আমাদের ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনস্থ একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। সেই ১৯৫৯ সালে সংগীত নাটক অকাদেমি কর্তৃক এটি প্রতিষ্ঠিত হয় এবং ১৯৭৫ সালে স্বাধীন বিদ্যালয় হিসেবে সুনামের সাথে তাদের নানা কার্যক্রম শুরু করে। আমার বিশ্বাস আগামী দিনগুলোতে ন্যাশনাল স্কুল অব ড্রামা (ত্রিপুরা সেন্টার) তাদের গৌরবোজ্জ্বল কাজের ধারাকে আরও এগিয়ে নিয়ে যাবে।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service