জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- বিগত ২৫ বছর বাম আমলে পৌরনিগম বামেদের দখলে ছিল সেই সময়ে জনসাধারণের যে সমস্যা ছিল তা পূরণ করতে পারেনি সে সময়ের নিগমের কাউন্সিলরা। বর্তমান রাজ্যে বিজেপি আইপিএফটি সরকার যেভাবে রাজ্যের উন্নয়নে কাজ করছেন তাতে করে জনগণের স্বস্তি ফিরিয়ে আনতে পেরেছে, তাই এবার পৌরনিগম নির্বাচনের আগে বিজেপি মনোনীত প্রার্থীরা জনগণকে যে আশ্বাস দিয়েছিল তা পূরণ করতে বদ্ধপরিকর বলে জানান পৌরনিগমের মেয়র দীপক মজুমদার। শুক্রবার আগরতলার পৌরনিগমের ৪০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শম্পা সরকার চৌধুরীকে সংবর্ধনা দেওয়া হয়, এদিনের অনুষ্ঠানে পৌরনিগমের মেয়র ছাড়াও উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত ৮ নং বড়দোয়ালি বিজেপির মণ্ডল কমিটির সভাপতি সঞ্জয় সাহা অন্যান্য কর্মীসমর্থকরা। এদিন কাউন্সিলর শম্পা সরকার চৌধুরী সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জনগনের উন্নয়ন এবং এলাকাবাসীর উন্নয়নের স্বার্থে নিজ দায়িত্ব পালন করে যাবেন বলে।
	রাজ্য
	
দায়িত্বভার গ্রহন করল ৪০ নং ওয়ার্ডের কাউন্সিলর শম্পা সরকার চৌধুরী
- by janatar kalam
- 2021-12-10
- 0 Comments
- Less than a minute
- 3 years ago

 
	 
	 
	 
	 
	 
	 
	 
	 
	
Leave feedback about this