২১দিনের লক ডাউন চলা কালীন রাজ্য সরকার গৃহহীন, শ্রমিক, রিকশাচালক, এবং গরিব জনগণকে রান্না করা খাবার বিতরণ করবে। রাজ্যের বিভিন্ন স্থানের নির্দিষ্ট জায়গায় সেই খাদ্য রান্না করার ব্যবস্থা করা হয়েছে এবং চারটি গাড়ির মাধ্যমে এই খাদ্যের পেকেটগুলো দিনে দুইবার করে প্রত্যেকদিন বিতরন করা হবে। মহিলা স্বসহায়ক দলের সদস্যরা এই রান্না করার কাজ করবেন। লক ডাউনের নিয়ম মেনেই খাদ্য বিতরন করা হবে।
রাজ্য
লক ডাউন চলা কালীন গরিবদের পাশে সরকার
- by janatar kalam
- 2020-03-25
- 0 Comments
- Less than a minute
- 5 years ago

Leave feedback about this