জনতার কলম প্রতিনিধি:- প্রয়াত হলেন চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত। বুধবার সকালেই তামিলনাড়ু কুন্নুরে এক ভয়ানক কপ্টার দুর্ঘটনার খবর পাওয়া যায়। সেই কপ্টারে যাত্রী ছিলেন সস্ত্রীক সিডিএস এবং আরও কয়েকজন সেনা আধিকারিক। বায়ুসেনা সূত্রে খবর, মৃত ১৩ জনের মধ্যে রয়েছেন সস্ত্রীক বিপিন রাওয়ত। কপ্টার দুর্ঘটনার মুখে পড়ার পরেই যাত্রীদের মধ্যে তিনজকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ৮ কিলোমিটার দূরের একটি হাসপাতালে। তৈরি করা হয় বিশেষজ্ঞ চিকিত্সকদের দল। কিন্তু সেই হাসপাতালেই মৃত্যু হয় বিপিন রাওয়াতের। ঘটনার শোকের ছায়া নেমে এসেছে দেশজুড়ে। বুধবার বেলা সাড়ে ১২টা নাগাদ তামিলনাড়ুর জঙ্গল ও চা বাগানে ঘেরা কুন্নুরে ভেঙে পড়ে বিপিন রাওয়াতের কপ্টারটি। এটি প্রযুক্তিগত দিক থেকে ভারতীয় সেনার অত্যন্ত ভরসাযোগ্য এমআই-১৭ হেলিকপ্টার। বিপিনের সঙ্গে হেলিকপ্টারে ছিলেন তাঁর স্ত্রীও। ঘটনাস্থল থেকে দ্রুত উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বিপিনকে। কিন্তু শেষ পর্যন্ত খবর পাওয়া যায়, শরীরের ৮০ শতাংশ পুড়ে গিয়েছে তাঁর। এর পর বেলা গড়াতেই খবর আসতে থাকে, ১১ জনের দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। যদিও শেষ পর্যন্ত বিকেলে খবর আসে, প্রয়াত হয়েছেন বিপিন রাওয়াত। স্থানীয়রা জানিয়েছেন, দুর্ঘটনা এতটাই জঙ্গলের ভিতরে ঘটেছে, যে উদ্ধার কাজ শুরু করতেও অনেকটা দেরি হয়। সংবাদ সংস্থার খবর অনুসারে, তিন জনকে উদ্ধার করা হয় ৮৫ শতাংশ পুড়ে যাওয়া অবস্থায়। তাঁদের মৃত্যু হয়।তবে সকলের পরিচয় জানা সম্ভব হয়নি, কারণ, এতটাই পুড়ে গিয়েছে দেহ যে কারওর পরিচয় জানাই সম্ভব হচ্ছিল না। যদিও হাসপাতালে ভর্তি বিপিনের জন্য প্রার্থনা করছিল গোটা দেশই। তবে শেষ রক্ষা হল না।
রাজ্য
কপ্টার দুর্ঘটনায় প্রয়াত হলেন চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত
- by janatar kalam
- 2021-12-08
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this