জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- তথাকথিত ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে সমগ্র রাজ্যজুড়ে রবিবার থেকে প্রবল বর্ষণ হয়ে আসছে। দুদিন টানা বর্ষণের পরেও রাজধানীর বুকে কোথাও জল জমে থাকার হদিশ পাওয়া যায়নি, কিন্তু বিগত বামফ্রন্ট সরকারের আমলে দেখা গিয়েছে সামান্য বৃষ্টিপাতে রাজধানী আগরতলা জল জমে তা রুদ্রসাগরের রূপ নিত, এ বিষয়ে তৎকালীন সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী কিংবা আধিকারিকদের অবগত করা হলে এ বিষয়ে কিছু করার নেই বলে জানিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু রাজ্যে বিজেপি আইপিএফটি সরকার গঠিত হবার পর শহরের বুকে জল জমার বিষয় নিয়ে নড়েচড়ে বসে দপ্তর এবং শহরের বুকে যেন জল না জমে সে বিষয়ে ক্ষতিয়ে দেখার লক্ষে ময়দানে নেমে পড়েন সংশ্লিষ্ট দপ্তরের আধীকারিকরা। তারপর শহরের বিভিন্ন জায়গায় বসানো হয় জল নিষ্কাশনি যন্ত্র যার ফলে প্রবল ভারী বর্ষনের পরেও শহরের বুকের জল নিমেষে নেমে যায় স্বল্প সময়ের মধ্যেই। তাছাড়া বর্তমানে রাজ্য সরকার রাজ্যকে স্মার্ট সিটি প্রকল্পের আওতায় ঢেলে সাজানোর উদ্দেশ্যে নানাবিধ পরিকল্পনা নিয়ে চলছেন। এই সরকার গঠিত হওয়ার পরপরই রাজ্যের মা-বোনেরা পেয়েছেন উজ্জ্বলা যোজনা প্রকল্প রান্নার গ্যাস, স্বাস্থ্য ক্ষেত্রে পেয়েছেন আয়ুষ্মান ভারত প্রকল্পে আয়ুষ্মান ভারত কার্ড। তাছাড়া শিক্ষাক্ষেত্রে ও বেকারদের কর্মসংস্থানের লক্ষে রাজ্য সরকার নানবিধ পরিকল্পনা গ্রহন করে চলছেন। এই সরকার রাজ্যের গরীব মানুষদের করোনা মহামারী চলাকালীন দিয়েছেন ফ্রী রেশন, দিয়েছেন অন্যান্য সু্যোগ সুবিধাও। তাছাড়া রাজ্যের পর্যটন কেন্দ্র কিংবা বানিজ্যিক দিকে উন্নতিকরনের ক্ষেত্রে রাজ্য সরকার গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। আগামিদিনেও ৩৭ লক্ষ ত্রিপুরাবাসীর স্বার্থে এই বিজেপি আইপিএফটি জোট সরকার কাজ করে যাবেন বলে ধারনা শুভবুদ্ধিসম্পন্ন মানুষের।
রাজ্য
২দিন টানা বর্ষণের পরও জলশূন্য শহর আগরতলা
- by janatar kalam
- 2021-12-07
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this