2024-12-21
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

এবার আন্দোলনমুখী হলো আমরা ১০৩২৩ শিক্ষক

যে জাগায় রাজ্য সরকার ১০৩২৩ শিক্ষকদের নিয়ে মানবিক দিক দিয়ে কিছু একটা করার জন্য ভাবছিলো , ঠিক তখনই আন্দালনমুখী হলো আমরা ১০৩২৩ শিক্ষক সংগঠনের । গতকালই তাদের আন্দোলনের কর্মসূচি অনুযায়ী গন-বস্থানে বসার কথা ছিল কিন্তু তাদেরই আরেকটি সংগঠনের কর্মসূচি চলায় গত কাল তারা বসতে পারেনি তাই আজকে গণ-বস্থান করতে গেলে তাদের প্রশাসনের তরফে উচ্ছেদ করে তাদেরকে গন-বস্থান স্থল থেকে গ্রেপ্তার করে নিয়ে আসে । পাশাপাশি গোপন সূত্রের খবর আন্দোলনকারী শিক্ষকদের মেলারমাঠের ছাত্র যুব ভবন থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছিলো বলেও জানা যায় ।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service