জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- মঙ্গলবার রাজধানীর মেলার মাঠস্থিত ভানু ঘোষ স্মৃতি ভবনে অনুষ্ঠিত হলো সিপিআইএম মোহনপুর বিভাগীয় কমিটির তৃতীয় সম্মেলন। এদিন দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করেন প্রাক্তন পরিবহন মন্ত্রী তথা সিপিআইএম নেতা মানিক দে। এদিন উপস্থিত নেতৃত্বরা শহীদ বেদিতে মাল্যদান করে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। সংবাদমাধ্যমের মুখোমুখি হয় প্রাক্তন মন্ত্রী মানিক দে বর্তমান কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারকে একহাত নেন তিনি বলেন নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন বিজেপি সরকার 2019 সালের পুনরায় ক্ষমতায় আসার পর আরো বেশি স্বৈরাচারী হয়ে উঠেছেন কেননা শ্রমিক কৃষক মেহনতী মানুষের জন্য কোন প্রকার ইতিবাচক ব্যবস্থা গ্রহণ করতে পারেননি, দেশের সম্পদ বিক্রি করে দিচ্ছেন এবং সাধারণ মানুষের অধিকার লুণ্ঠন করে চলছেন, তাছাড়া আমাদের রাজ্যেও ক্রমশ অপরাধ জনিত ঘটনা এবং সাধারণ মানুষের ওপর নির্যাতনের ঘটনা বেড়েই চলছে পাশাপাশি রাজ্যে মানুষের যে গণতান্ত্রিক অধিকার ভোটাধিকার সেটাও হারিয়ে ফেলেছে বলে মন্তব্য করেন, তারই প্রতিবাদে গরিব মেহনতী শ্রমিক মানুষের স্বার্থে দেশব্যাপী যে আন্দোলন গড়ে তোলা হবে তার জন্য কি কি কর্মসূচি নেওয়া যেতে পারে সে বিষয়ে আলোচনা করা হবে এই সম্মেলনে বলে জানান তিনি। এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিপিআইএম নেতা রতন দাস, মানিক দে, উপজাতি গণমুক্তি পরিষদের সভাপতি রাধাচরণ দেববর্মা সহ দলীয় কার্যকর্তারা।
রাজ্য
অনুষ্ঠিত হল মোহনপুর বিভাগীয় কমিটির তৃতীয় রাজ্য সন্মেলন
- by janatar kalam
- 2021-12-07
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this