জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- সোমবার অল ত্রিপুরা গেস্ট লেকচারার এসোসিয়েশনের পক্ষ থেকে শিক্ষা দপ্তরে উচ্চশিক্ষা অধিকর্তার নিকট তাদেরকে স্থায়ী সমাধান করার দাবিতে এক ডেপুটেশন প্রদান করা হয়। এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সংগঠনের এক নেতৃত্ব জানান, সমস্ত ত্রিপুরা গেস্ট লেকচারার্স অ্যাসোসিয়েশন রাজ্য ইউনিট ত্রিপুরার বিভিন্ন ডিগ্রী কলেজে কর্মরত অতিথি প্রভাষকদের বিভিন্ন সমস্যা এবং সমস্যা সম্পর্কে উদ্বিগ্ন, আপনার সদয় দৃষ্টি আকর্ষণ করতে চাইছি যে আমরা সামান্য পরিমাণে পাচ্ছি।আমাদের উন্নয়নশীল সমাজের প্রতিটি শিক্ষার্থীর সর্বোচ্চ লক্ষ্যে পৌঁছানোর জন্য উচ্চ শিক্ষা হল সবচেয়ে শক্তিশালী এবং মজবুত সিঁড়ি এবং শিক্ষকরা প্রতিটি উন্নয়নশীল সমাজের মেরুদণ্ড, যারা শিক্ষার্থীদের তাদের স্বপ্ন পূরণে সাহায্য করে। আমরা আমাদের পূর্ণ নিষ্ঠার সাথে শিক্ষার্থীদের পড়াতে শুরু করেছি, এবং আমরা সেই ছাত্রদের তাদের একাডেমিক ক্ষেত্রে অনেক শতাংশ পেতে সাহায্য করছি। কিন্তু সেমিস্টার পদ্ধতির কারণে আজকাল শিক্ষার্থীরা বিপুল শতাংশে পাস করছে এবং এই শিক্ষার্থীরা প্রতি বছর অতিথি অনুষদের নিয়োগের ইন্টারভিউ প্রক্রিয়ায় আমাদের প্রতিদ্বন্দ্বিতা করতে আসছে। ত্রিপুরা রাজ্যের ডিগ্রী কলেজগুলি ত্রিপুরার উচ্চ শিক্ষা ব্যবস্থার মর্যাদা বজায় রাখতে তাদের ক্ষেত্রে যথাসাধ্য চেষ্টা করছে। কিন্তু ত্রিপুরার কলেজগুলোতে নিয়মিত শিক্ষকতার অভাব রয়েছে। সেই অভাবের কারণে আমরা গেস্ট লেকচারাররা ত্রিপুরার উচ্চশিক্ষা ব্যবস্থার ভাবমূর্তি বজায় রাখার জন্য আমাদের সর্বোত্তম স্তর পর্যন্ত কঠোর পরিশ্রম করছি। তাছাড়া আমরা ত্রিপুরার বেশ কয়েকটি কলেজ জুড়ে প্রতিটি নিজ নিজ বিভাগে আমাদের সম্পূর্ণ উত্সর্গ দিচ্ছি, প্রতি শ্রেণীতে মাত্র 400 টাকা পাচ্ছি এবং প্রতি বছর আমরা যে ক্লাস পাই তার সংখ্যা খুবই কম। ত্রিপুরার ডিগ্রি কলেজগুলি সেই কলেজগুলির শিক্ষা ব্যবস্থা পরিচালনার জন্য প্রায় অতিথি অনুষদের উপর নির্ভরশীল বলে মত প্রকাশ করেন তিনি।
রাজ্য
স্থায়ী সমাধানের দাবিতে উচ্চশিক্ষা অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান অল ত্রিপুরা গেস্ট লেকচারার এসোসিয়েশনের
- by janatar kalam
- 2021-12-06
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this