মহামারী করোনা ভাইরাসকে কেন্দ্র করে ৯বনমালিপুর বিধানসভা এলাকার ৩১নং ওয়ার্ডের অন্তর্গত এলাকাবাসীদের সচেতনতার জন্য সদর বিজেপি জেলার উদ্যোগে বাড়ি বাড়ি গিয়ে বার্তাপত্র বিলি করেন। এদিন এই সচেতনতামূলক শিবিরে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি ডা: মানিক সাহা, সদর আরবান জেলা সভাপতি ডঃ অলক ভট্টাচার্য্য ও পার্টির অন্যান্য কার্য্য কর্তারা, মূলত এই শিবিরের মূলউদ্দেশ্য এক ত্রিপুরা সুস্থ ত্রিপুরা ও শ্রেষ্ঠ ত্রিপুরা ঘটান করা।
Leave feedback about this