2024-12-19
agartala,tripura
রাজ্য

চাকরী সংক্রান্ত বিষয় নিয়ে ১০৩২৩ এর হলসভা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- রবিবার রাজধানীর মাতঙ্গিনী প্রীতিলতা হলে জয়েন মুভমেন্ট ১০৩২৩ এবং আমরা ১০৩২৩ সংগঠনের যৌথ উদ্যোগে এক হল সভা করা হয়। এদিনের সভায় সংগঠনের এক নেতৃত্ব সংবাদমাধ্যমকে জানান যে বিগত সভায় প্রদেশ বিজেপি সভাপতি ও শাসক দলের নেতৃত্ব যারা উপস্থিত ছিলেন তারা কথা দিয়েছিলেন যে ছোট্ট একটি সুযোগ থাকলেও এরা ১০৩২৩ শিক্ষক শিক্ষিকাদের জন্য ব্যবস্থা করবেন বলে তাই এরা আজ দাবি তুলেছেন আপনারা আলোচনায় বসুন আর রাজ্যের শিক্ষাব্যবস্থার যে হাল সেই হালকে শুধরে ১নং স্থানে পৌছে দেবার দায়িত্ব নিয়েছেন বলে। যদি সরকার তাদের প্রতিশ্রুতি সঠিক সময়ে পালন না করেন তাহলে তারা চাকুরী ফিরিয়ে পাওয়ার দাবিতে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবে বলে হুশিয়ারী দেন।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service