2025-05-24
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

জাতীয় সড়ক নির্মাণ সংস্হার পাচকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় খবরের শিরোনামে খোয়াইয়ের লালটিলা এলাকা

জনতার কলম ত্রিপুরা তেলিয়ামুড়া প্রতিনিধি:- খোয়াইয়ে ছড়ার জলে জাতীয় সড়কের নির্মাণকারী সংস্হার পাচকের মৃতদেহ উদ্ধার করার ঘটনায় এলাকায় চান্চল্য ছড়িয়েছে। ঘটনা বৃহস্পতিবার সকালে খোয়াই থানাধীন লালটিলার মিটনাছড়া এলাকায়। এখানেই জাতীয় সড়কের নির্মাণকারী সংস্হার শ্রমিকদের অস্হায়ী আস্হানা রয়েছে।এখান থেকেই শ্রমিকেরা সড়কের নির্মাণকাজ করে থাকেন।জাতীয় সড়কের নির্মাণকাজের বরাতপ্রাপ্ত সংস্হার পাচক লক্ষণ সাহানীকে গতকাল রাত থেকেই খুঁজে পাওয়া যাচ্ছিল না বলে খবর।রাতে আচমকাই শ্রমিকদের অস্হায়ী আস্তানা থেকে উধাও হয়ে যায় লোকটি।আশেপাশে খোঁজখবর করেও তার সন্ধান মিলেনি।বৃহস্পতিবার সকালে অস্হায়ী ক্যাম্প থেকে বেরিয়ে শ্রমিকেরা আবার নিখোঁজ পাচকের খোঁজ খবর নিতে শুরু করলে মিটনাছড়ার জলে লক্ষণ সাহানী(৬৫)র মৃতদেহ দেখতে পাওয়া যায়। পুলিশকে খবর দিলে তারা এসে ছড়ার জল থেকে মৃতদেহটি তুলে জেলা হাসপাতালের মর্গে এনে রাখে।মৃত ব্যাক্তির বাড়ী বিহারের মুজাফফরপুর জেলায় বলে জানা গেছে।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service