2025-05-24
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

গর্বের বাহিনীর বলিষ্ঠ কর্মদক্ষতার ফলেই অপরাধের সংখ্যা হ্রাস পেয়েছে- মুখ্যমন্ত্রী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- আজ জিরানীয়া পুলিশ স্টেশন কমপ্লেক্সে শ্যামা মায়ের আরাধনা, মেগা রক্তদান, ও মহিলা পুলিশ কর্মীদের সম্মাননা ও শীত বস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, তথ্য সংস্কৃতি ও যুব কল্যান দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। এদিন মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন রাজ্য আরক্ষা দপ্তরের অধীনে ৫০০ জন মহিলা নিয়োগের পরিকল্পনা নেওয়া হয়েছে। রাজ্যের এই গর্বের বাহিনীর বলিষ্ঠ কর্মদক্ষতার ফলেই মহিলা সংক্রান্ত অপরাধ, খুন, ধর্ষণ সহ অন্যান্য অপরাধের সংখ্যা উল্লেখযোগ্য ভাবে হ্রাস পেয়েছে। ষড়যন্ত্রমূলক ভাবে ধর্মীয় বিদ্বেষ তৈরির প্রয়াস প্রতিহত করে শান্তি শৃঙ্খলা সুনিশ্চিতকরণ-সহ ইতিবাচকভাবে বৃদ্ধি পেয়েছে সাজা প্রাপ্তির হার। বর্তমান প্রজন্মের ভবিষ্যৎ সুরক্ষার লক্ষ্যে এইচআইভি সংক্রমণ এবং ড্রাগমুক্ত ত্রিপুরা নির্মাণে প্রতিটি ঘর থেকে মহিলাদের প্রতিজ্ঞাবদ্ধ অঙ্গীকার গ্রহণ অবশ্যক।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service