2025-05-24
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

“আমাদের ত্রিপুরায় ড্রাগস ও HIV-র স্থান নেই” বিশ্ব এইডস দিবসে এই হোক আমাদের শপথ ও লক্ষ্য – মুখ্যমন্ত্রী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- বিশ্ব এইডস দিবস হল একটি আন্তর্জাতিক দিবস। ১৯৮৮ সাল থেকে প্রতি বছর ১লা ডিসেম্বর দিনটিকে বেছে নেওয়া হয়েছে। এইচআইভি সংক্রমণের জন্য এইডস মহামারী ছড়িয়ে পড়ার বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি করতে এবং যারা এই রোগে মারা গেছেন তাদের প্রতি শোক পালন করতে এই দিনটিকে বেছে নেওয়া হয়েছে। সরকারী ও স্বাস্থ্য আধিকারিকগণ, বেসরকারী সংস্থাগুলি এবং বিশ্বে বিভিন্ন ব্যক্তি, এইডস প্রতিরোধ এবং নিয়ন্ত্রণ নিয়ে সকলকে সচেতন করতে এই দিনটি পালন করে। বুধবার আগরতলার প্রজ্ঞা ভবনে এিপুরা এইডস্ কন্ট্রোল সোসাইটির পক্ষ থেকে রাজ্যের মূল অনুষ্ঠানটি পালন করা হয়। এই বারের থিম হল বৈষম্য দূরীকরণ এইডস্ নিমূল করা এবং অতিমারি গুলো রুখে দেওয়া। এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, সমাজ কল্যান ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী সান্তনা চাকমা, যুবও ক্রিড়া বিষয়ক মন্ত্রী সুশান্ত চৌধুরী, স্বাস্থ্য দপ্তরের প্রধান সচিব জে কে সিনহা, স্বাস্থ্য দপ্তরের অধিকর্তার রাধা দেববর্মা, ডক্টর দীপ দেববমা সহ অন্যান্যরা। ২০১৫ সালে দেশে ন্যাশনাল কাউন্সিল অন এইডস্ গঠিত হয়। এই কাউন্সিলে দেশের প্রধানমন্ত্রী চেয়ারম্যান পদে নিযুক্ত এবং কেন্দ্রিয় স্বাস্থ্য পরিবার কল্যান মন্ত্রকের মন্ত্রী ভাইস চেয়ারম্যান পদে নিযুক্ত হন। ২০২১ সালের অক্টোবর মাস পযন্ত এিপুরায় মোট এইচ আইভি এইডস্ অক্রান্তের সংখ্যা ২৪৫৯,মহিলা ৭৫০,পুরুষ ১৭০৯ এর মধ্যে শিশু ৯৭ জন।২০২০ সাল থেকে ২০২১সালের অক্টোবর মাস পর্যন্ত এইচ আই ভি এইডস্ আক্রান্তের মধ্যে মোট মৃত্যু হয়েছে ৬৪০ জনের। এই দিনের এইডস দিবসে যারা এইচ আইভি রোগে আক্রান্ত হয়ে সুস্থ আছেন তাদেরকে সংবর্ধনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা মন্ত্রী সান্তনা চাকমা, স্বাস্থ্য দপ্তরের প্রধান সচিব জে কে সিনহা,পাশাপাশি ত্রিপুরা এইডস্ কন্ট্রোল সোসাইটি কর্মকর্তা তিনজনকে মুখ্যমন্ত্রী সংবর্ধনা করেন। এই দিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন আগে নিজের মধ্যে মানসিকতার পরিবর্তন করতে হবে এবং এইডস্ সংক্রামন হলে অপপ্রচার বেশি করে যার কারনে জনগনের মধ্যে ভয় চলে আসে কিন্তু এইডস্ সংক্রামন রোগি কে ছুলে পরে কিছু হয় না, জনগনের মধ্যে সচেতনা বাড়ানো কিন্তু তা না করে অপপ্রচার বেশি চলছে বলে উনার বক্তব্যে তোলে ধরেন তার পাশাপাশি যুবকরা যেই ভাবে ইনজেকশন নিয়ে এই রোগের শিকার হয়েছেন তাদের প্রতি নজর রাখা এবং কোন জায়গা থেকে ড্রাগস আসছে সেই বিষয় নিয়ে রাজ্যের পুলিশের মহানির্দেশক থেকে শুরু করে সবাই এই বিষয় এর উপর গুরুত্ব দিয়ে কাজ করতে বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service