জনতার কলম ত্রিপুরা তেলিয়ামুড়া প্রতিনিধি : তেলিয়ামুড়া পৌর পরিষদের অন্তর্গত 15 টি আসনের মধ্যে সবকটিতেই বিজেপির জয় হয়, জয়ের উল্লাসে উৎসবের মেজাজে মাতোয়ারা তেলিয়ামুড়া বাসি। যে জায়গায় রাজ্যের প্রধান বিরোধীদল সিপিআইএম এর ভোটের অঙ্ক একপ্রকার নিশ্চিহ্নের পথে, অন্যদিকে রাজ্যে নতুন গজিয়ে উঠা তৃণমূল কংগ্রেস ভোটের ময়দানে বিজেপির সঙ্গে লড়াইয়ে কিছুটা এগিয়ে । তেলিয়ামুড়াতে শাসক বিজেপির জয়ের তালিকা নিম্নরুপ- ১/২/৩/৪/৫/৬/৭/৮/৯/১০/১১/১২/১৩/১৪/১৫ নং আসনে বিজেপি জয়ী ।
১ নং আসন :- মোট ভোট পড়েছে ১০৬৬ টি । বিজেপি পেয়েছে ৫৯৪ টি । সিপিআইএম পেয়েছে ১৬৪ টি । তৃণমূল কংগ্রেস পেয়েছে ৩০৮ টি ।।
২ নং আসন :- মোট ভোট পড়েছে ৯০৩ টি । বিজেপি পেয়েছে ৫০৯ টি । সিপিআইএম পেয়েছে ১০৬ টি । তৃণমূল কংগ্রেস পেয়েছে ২৭৯ টি ।।
৩ নং আসন :- মোট ভোট পড়েছে ৭৬৫ টি । বিজেপি পেয়েছে ৩৫৯ টি । সিপিআইএম পেয়েছে ১১৫ টি । তৃণমূল কংগ্রেস পেয়েছে ২৮২ টি ।।
৪ নং আসন :- মোট ভোট পড়েছে ৯৪৪ টি । বিজেপি পেয়েছে ৫৪৯ টি । সিপিআইএম পেয়েছে ১৫৩ টি । তৃণমূল কংগ্রেস পেয়েছে ২৩৩ টি ।।
৫ নং আসন :- মোট ভোট পড়েছে ১১৮১ টি । বিজেপি পেয়েছে ৬৭৩ টি । সিপিআইএম পেয়েছে ১৬৯ টি । তৃণমূল কংগ্রেস পেয়েছে ৩২১ টি ।।
৬ নং আসন :- মোট ভোট পড়েছে ১০১৮ টি । বিজেপি পেয়েছে ৫৩৯ টি । সিপিআইএম পেয়েছে ১৯৬ টি । তৃণমূল কংগ্রেস পেয়েছে ২৫৭ টি ।।
৭ নং আসন :- মোট ভোট পড়েছে ৬৪৪ টি । বিজেপি পেয়েছে ৩৬৩ টি । সিপিআইএম পেয়েছে ১১৮ টি । তৃণমূল কংগ্রেস পেয়েছে ১৪৪ টি ।।
৮ নং আসন :- মোট ভোট পড়েছে ১১৫০ টি । বিজেপি পেয়েছে ৬৭৯ টি । সিপিআইএম পেয়েছে ৩১৬ টি । তৃণমূল কংগ্রেস পেয়েছে ১৪০ টি ।।
৯ নং আসন :- মোট ভোট পড়েছে ১১৫৪ টি । বিজেপি পেয়েছে ৬২০ টি । সিপিআইএম পেয়েছে ৩৩৬ টি । তৃণমূল কংগ্রেস পেয়েছে ১৬২ টি ।।
১০ নং আসন :- মোট ভোট পড়েছে ৫৬২ টি । বিজেপি পেয়েছে ২৬০ টি । সিপিআইএম পেয়েছে ৪৬ টি । তৃণমূল কংগ্রেস পেয়েছে ২৫২ টি ।।
১১ নং আসন :- মোট ভোট পড়েছে ৬৯৬ টি । বিজেপি পেয়েছে ৪৬০ টি । সিপিআইএম পেয়েছে ১০৫ টি । তৃণমূল কংগ্রেস পেয়েছে ১০৭ টি ।।
১২ নং আসন :- মোট ভোট পড়েছে টি । বিজেপি পেয়েছে ৪০৫ টি । সিপিআইএম পেয়েছে ১৪০ টি । তৃণমূল কংগ্রেস পেয়েছে ৩২৫ টি ।।
১৩ নং আসন :- মোট ভোট পড়েছে ৭৪৭ টি । বিজেপি পেয়েছে ৩৯৩ টি । সিপিআইএম পেয়েছে ১১০ টি । তৃণমূল কংগ্রেস পেয়েছে ৩৩৪ টি ।।
১৪ নং আসন :- মোট ভোট পড়েছে ৭৩৮ টি । বিজেপি পেয়েছে ৩২৭ টি । সিপিআইএম পেয়েছে ১৩৪ টি । তৃণমূল কংগ্রেস পেয়েছে ২৮৭ টি ।।
১৫ নং আসন :- মোট ভোট পড়েছে ১৫৫৯ টি । বিজেপি পেয়েছে ৫৮০ টি । সিপিআইএম পেয়েছে ১৭২ টি । তৃণমূল কংগ্রেস পেয়েছে ৩৬৪ টি, আমরা বাঙ্গালি ৪৩।
এই জয়ের পর তেলিয়ামুড়া পৌর পরিষদের অন্তর্গত 15 টি আসনের মধ্যে সবকটিতেই শাসক দলের জয়ের খুশিতে তেলিয়ামুড়া বিজেপির সুবিশাল বিজয় মিছিল বের করা হয়। এই বিজয় মিছিলে দলীয় কার্যকর্তাদের উপস্থিতি ছিল লক্ষনীয়।
Leave feedback about this