সোমবার আগরতলা প্রেস ক্লাবে 10323 ভিক্টিমাইজড শিক্ষক সংগঠনের পক্ষ থেকে এক সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয় । এদিনের বৈঠক থেকে মাননীয় ক্যাবিনেট ও রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে নিজেদের চাকরির স্থায়ীকরন নিয়ে আবেদন রাখেন । পাশাপাশি আগামী ১৯ তারিখ নিজেদের রুজি রুটির স্বার্থে মাননীয় শিক্ষা অধিকর্তার নিকট ডেপুটেশনে যাচ্ছে বলে জানান এবং অর্ডিনেন্স জারির মাধ্যমে তাদের চাকরি বাঁচানোর দাবিতে এই সংগঠনের পক্ষ থেকেও আগামী ২৫শে মার্চ শিক্ষা অধিকর্তার নিকট সংগঠনগত ডেপুটেশনে মিলিত হবে জানান সংগঠনের এক শিক্ষক ।
রাজ্য
রুজি রুটির স্বার্থে শিক্ষা অধিকর্তার নিকট ডেপুটেশনে যাচ্ছে 10323 ভিক্টিমাইজড শিক্ষক সংগঠন
- by janatar kalam
- 2020-03-16
- 0 Comments
- Less than a minute
- 5 years ago

Leave feedback about this