2024-12-17
agartala,tripura
রাজ্য

কি করে ঘটল, কারা ঘটালো ? এর জবাব পুলিশের সঠিক অবস্থানের উপর নির্ভর : মানিক সরকার

সোমবার, মোহনপুর রাঙাছড়ায় নৃশংস ঘটনার বলি যুবতীর বাড়ি ও ঘটনাস্থল পরিদর্শনে গেলেন বিরোধী দলনেতা মানিক সরকারসহ বিরোধী দলের অন্যান্য বিধায়করা। সেখানে গিয়ে তিনি মৃতার পরিবারের লোকজনদের সাথে কথা বলেন এবং সিধাই থানায় গিয়ে ঘটনার তদন্ত নিয়েও আলোচনা করেন থানার আধিকারিকদের সাথে । এদিন শ্রী সরকার মৃতার বাবার সাথে কথা বলে জানান , মেয়েটি খুব মেধাবী ছিল ও পরিবারের একমাত্র ছেলের মতো পরিবারের প্রতি নিজের দায়িত্ব পালন করতো। পাশাপাশি মেয়েটি বি এড পড়ার প্রস্তুতি নিচ্ছিলো বলে জানা যায় মৃতার বাবার কাছে থেকে । তবে বিগত ২৫ বছর ক্ষমতায় থাকাকালীন সময় পরিবারটি কোন ধরণের সুযোগ সুবিধা পায়নি , আজও এই পরিবারটি করুন অবস্থায় জর্জরিত থাকার সত্ত্বেও কোন রকমের সাহায্যের বাণী শুনা যায়নি শ্রী সরকারের মুখ থেকে ।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service