জনতার কলম ত্রিপুরা তেলিয়ামুড়া প্রতিনিধি :- ত্রাস ত্রাস সন্ত্রাস কাটিয়ে অবশেষে আজ ২৫ শে নভেম্বর বৃহস্পতিবার সকাল ৭ টা থেকেই উৎসবের মেজাজে শুরু হলো গোটা ত্রিপুরা রাজ্যের পুর ভোট নির্বাচন-২০২১ । উল্লেখ্য, রাজ্য নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত পৌর ভোট গোটা রাজ্যের সঙ্গে তাল মিলিয়ে আজ বৃহস্পতিবার সকাল ৭ টা থেকেই বিশাল পুলিশ ও আধা সামরিক বাহিনীর নিরাপত্তা বলয়ের মধ্যে দিয়ে তেলিয়ামুড়ায়ও শুরু হয়েছে সুষ্ঠু ও অবাধ পুর ভোট । শান্তিপূর্ণ ভাবেই সম্পন্ন হল তেলিয়ামুড়ার পৌর পরিষদের অধীন ১৫ টি ওয়ার্ডের মধ্যে ভোট গ্রহণ প্রক্রিয়া তথা গণ-দেবতার রায় । এইদিকে তেলিয়ামুড়ার পুর পরিষদের প্রত্যেকটি ওয়ার্ডে গিয়ে লক্ষ্য করা গেলো গণ-দেবতা আইডেন্টিটি কার্ড হাতে নিয়ে উৎসবের মেজাজে ব্যস্ত হয়ে পড়েছে রায় দানে । আর এই পুর ভোটকে কেন্দ্র করে যেই কোন ধরনের অপ্রীতিকর ঘটনা রুখতে তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক সোনাচরণ জমাতিয়া কর্তৃক তেলিয়ামুড়ার প্রত্যেকটি ওয়ার্ডেই মোতায়েন করা হয়েছিল প্রশাসনের কড়া নিরাপত্তা ব্যবস্থা । এইদিকে আবার তেলিয়ামুড়া পুর পরিষদের অধীন ১৫ টি ওয়ার্ডেই শাসক বিজেপি, বিরোধী শিবির তৃণমূল কংগ্রেস, সিপিআইএম, আমরা বাঙালি, রাজনৈতিক দল গুলোর তরফ থেকেও রয়েছিল দলীয় প্রার্থী ও কার্য কর্তাদের উপস্থিতি । অবশেষে বিকাল ৪ টা নাগাদ শান্তিপূর্ন ও অবাধেই সম্পন্ন হল তেলিয়ামুড়া পুর পরিষদের অধীন ১৫ টি ওয়ার্ডের নির্বাচন । শেষ সংবাদ লেখা পর্যন্ত কোথাও কোন ধরনের কোন রকম অ-প্রীতিকর ঘটনার খবর পাওয়া যায় নি । এইদিকে সূত্রে শেষ খবর পাওয়া পর্যন্ত জানা যায়, তেলিয়ামুড়ায় পুর নির্বাচনে শতকরা প্রায় ৮৫ শতাংশের উপরে ভোট তথা গণ-দেবতার রায় পড়েছে সামগ্রিক ভাবে । এইদিকে তেলিয়ামুড়ার পুর নির্বাচনে শান্তিপূর্ন ও অবাধ নির্বাচন সম্পন্ন হওয়ায় তেলিয়ামুড়ার বিধায়িকা তথা ত্রিপুরা সরকারের মুখ্য-সচেতক কল্যানী রায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সমগ্র তেলিয়ামুড়ার গণবাসীকে হৃদয়ের অন্তঃস্থল হইতে এক ধন্যবাদ জ্ঞাপন করেন । তৎসঙ্গে তেলিয়ামুড়ার বিরোধী দলের সকলকেও ধন্যবাদ জ্ঞাপন করেন অবাধ ও শান্তিপূর্ন ভাবে পুর নির্বাচন সম্পন্ন করার কাজে সহযোগিতা করার জন্য । এইদিকে তেলিয়ামুড়ার ১৫ টি ওয়ার্ডে নিযুক্ত ভোট কর্মীরা ভোট গ্রহন সম্পন্ন করে সন্ধ্যা ৫ টা নাগাদ থেকে বিশাল পুলিশি ঘেরাটোপে ও নিরাপত্তা বলয়ের মধ্যে দিয়ে তেলিয়ামুড়ার চাকমাঘাট স্থিত মহকুমা শাসকের অফিস কার্যালয়ে “EVM” মেশিন নিয়ে একে একে আসতে শুরু করে ভোট কর্মীরা । আর এই ভোট বাক্স তথা গণ-দেবতার রায়’ জমা দেওয়াকে কেন্দ্র করে মহকুমা শাসকের অফিস কার্যালয় চত্বরেও মোতায়েন করা হয়েছে বিশাল নিরাপত্তা বলয়ী । এখন মূলতঃ অপেক্ষা ২৮ শে নভেম্বর গণনার মুহূর্তের । কোন দিকে যাবে গণ-দেবতার রায়— পরিবর্তন না কি প্রত্যাবর্তন ! সেটা মূলতঃই এখন সময়ের অপেক্ষা ।।
রাজ্য
সুষ্ঠু ও অবাধ পুর ভোট শান্তিপূর্ণ ভাবেই সম্পন্ন হল তেলিয়ামুড়ায়
- by janatar kalam
- 2021-11-25
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this