2024-11-18
agartala,tripura
রাজ্য

আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে চলছে ভোটিং মেশিন চেকিং প্রক্রিয়া

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ-আজ উমাকান্ত একাডেমি বিদ্যালয় চলছে আসন্ন পুরনিগম ও নগর পঞ্চায়েত নির্বাচনের ভোট সামগ্রী প্রদান কর্মসূচি। গত 18 নভেম্বর কমিশনিং শেষ হয়ে গিয়েছে এবং ১৯ এবং ২০শে নভেম্বর সম্পন্ন হয়েছে ভোট প্রক্রিয়ার সাথে জড়িত কর্মীদের ভোটগ্রহণ। এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সদর মহকুমা শাসক অসীম সাহা জানান ভোটগ্রহণে যে সমস্ত মেটেরিয়ালস দরকার সেগুলিকে দুটি টিমে বিভক্ত করে দেওয়া হয়েছে, কেননা আমাদের এখানে 439 টি বুথ রয়েছে যার জন্য 500 জনের টিম করা হয়েছে। ভোট কর্মীদের দ্বারা মেশিন চেকিং এর মূল উদ্দেশ্য হলো কমীরা যেন মেশিন সম্পর্কে ওয়াকিবহাল হন। তাছাড়া এস পার ইলেকশন গাইডলাইন অনুসারে কর্মীদের চেকিং লিস্ট দেওয়া হয়েছে সেই গাইডলাইন অনুসারে কর্মীরা চেকিং চালিয়ে যাচ্ছেন বলে জানান এবং এই চেকিং দুদিনে চলবে করোনা পরিস্থিতিকে মাথায় রেখে। আজ ১-২৫০ জনের টিম চেকিং করছে কাল ২৫১-৫০০ জনের টিম চেকিং করবে বলে জানিয়েছেন তিনি।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service