2024-12-19
agartala,tripura
রাজ্য

বিজেপি মনোনীত প্রার্থী শ্রীমতি রিংকি দাস ভৌমিকের সমর্থনে আমতলীতে হয় নির্বাচনী সভা, উপস্থিত মন্ত্রী রামপ্রসাদ পাল

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- আসন্ন আগরতলা পুর নিগমের নির্বাচনকে কেন্দ্র করে ৫০ নং ওয়ার্ডের বিজেপি মনোনীত প্রার্থী শ্রীমতি রিংকি দাস ভৌমিকের সমর্থনে আমতলীতে এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়।এই সভায় উপস্থিত ছিলেন রাজ্যের মাননীয় মন্ত্রী শ্রী রামপ্রসাদ পাল মহোদয়,মন্ডল সভাপতি শ্রী মান্তু দেবনাথ মহোদয়,সহ-সভাপতি শ্রী খোকন ঘোষ মহোদয়,বিশিষ্ট অভিভাবক শ্রী মলয় রোধ মহোদয় সহ অন্যান্য নেতৃত্ববৃন্দরা। এদিনের সভায় বিধায়ক রামপ্রসাদ পাল বিগত ২৫ বছরের বাং অপশাসনের ইতিহাস তুলে ধরেন এবং রাজ্যকে আরো উন্নততর করতে আসন্ন পুর নিগম ও নগর পঞ্চায়েত নির্বাচনে ভারতীয় জনতা পার্টির প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করাবার আহবান রাখেন। এদিনের সভায় মহিলাদের উপস্থিতি ছিলো লক্ষণীয়।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service